সোমবার, ২২ নভেম্বর, ২০২১

পাহাড়তলির মাঠ / নির্মল হালদার




পাহাড়তলির মাঠ / নির্মল হালদার


৬৩.
পাথরের গায়ে গা লাগিয়ে আরেকটি পাথর

পাথরের গায়ে গা লাগিয়ে একটু মাটি।

আর মাটি ফুঁড়ে একটি বুনোলতা।

একটি বুনোফুল।

সূর্যের কিরণ এসে পড়ে।


৬৪.
পাকা বেলের কাছে এসেও ফিরে গেছে পাখি।

বেল গাছটি দাঁড়িয়ে আছে একা।

পাকা বেলের কাছে এসেও ফিরে গেছে পাখি।

বেল গাছটি নির্জন, একা।

বেলের ভিতরে বীজও একা।

একাকী সুন্দর।


৬৫.
প্রজাপতির পাখায় আকাশের ওড়াউড়ি।

আকাশ চিত্র-বিচিত্র আকাশ এক প্রাণ।

আকাশের পাখায় মেঘের ওড়াউড়ি।

মেঘ চিত্র-বিচিত্র মেঘও এক প্রাণ।

মেঘের পাখায় হাওয়ার ওড়াউড়ি।

হাওয়া চিত্র-বিচিত্র হাওয়া এক প্রাণ।


------৩০ কার্তিক ১৪২৮
-----১৭----১১----২০২১


৬৬.
ইঁট চাপা পড়েছে ঘাস।

ইঁটের তলা দিয়ে আলো ঢুকলেও
ঘাস মাথা তুলতে পারেনা।

ঘাস মাথা তুলতে পারেনা।

ইঁট চাপা পড়েছে ঘাস।

ঘাসের সবুজ।

গুমরে ওঠে ঘাস বীজের কান্না।


৬৭.
মাঠের মাঝে একটা উই ঢিবি
তারপাশেই পিঁপড়ের রাস্তা।
কে কোথায় যায় কতদূর যায়
কোথায় বা পান করে জল?

মাঠের মাঝে একটা উই ঢিবি
তারপাশেই ঘাসের আস্তানা।
কে কখন মাথা তুলছে কত উপরে
কী করেই বা পান করে জল?


৬৮.
শালের ছায়া পড়ছে শিমুলের গায়ে।

শিমুলের ছায়া পড়ছে শালের গায়ে।

দুজন দুজনের ছায়া চেনে।

দুজনেই দুজনের অন্তরঙ্গ শিকড়ে শিকড়ে।

দুজনেই পাখির বাসায় ডিমে দেয় তা।


------১ অগ্রহায়ণ ১৪২৮
------১৮-----১১----২০২১



৬৯.
ডালিম ফুলের রঙ ছুঁয়ে যায় মাটি

কবে আসবে ডালিম?

ডালিমের দানা গুলি হৃৎপিণ্ডের টুকরো

কবে আসবে ডালিম?

হৃৎপিণ্ড ছুঁয়ে ছুঁয়ে আমি সূর্যকে ছোঁবো



৭০.
আমলকি পড়তেই গড়িয়ে পড়লো ধূলায়

কে রচনা করেছে ধূলা?

কে রচনা করেছে ধুলা মাটি?

আমলকি পড়তেই ধুলা মাটির আলোয় 

কে রচনা করে আলো ?

আমলকি আলোর এক কণা।


------২ অগ্রহায়ণ ১৪২৮
------১৯-----১১----২০২১



৭১.
থোকা থোকা ডুমুর
একটি একটি ধূলাতে পড়ে ধূলাতে গড়ায়
একটি একটি থেৎলে যায়

তার অজস্র বীজ চেয়ে থাকে আমারও দিকে

আমি মাটি নই।



৭২.
ধানে পোকা এসেছে।

ধানের আলো কামড়ে কোথায় যাবে পোকারা?
ধানের আঁধার কামড়ে কোথায় যাবে পোকারা?

ধানে পোকা এসেছে।

পোকাদের সঙ্গে কথা বলছে হাওয়া,
ধান কাটার পরে কোথায় যাবে পোকারা?
পোকাদের সঙ্গে কথা বলছে ভিজে মাটি,
ধান কাটার পরে কোথায় যাবে পোকারা?

ধানক্ষেতে মেঠো ইঁদুরের মত মেঘ ছুটছে।



৭৩.
তেঁতুল পাতা ঝিরিঝিরি
আম পাতার সুর
কে পাতবে হাত?
কে পাতবে বুক?

বটগাছের উঁচু-নিচু হাওয়া
নিম গাছের মধুর বাতাস
কে পাতবে মাথা?
কে খুলবে দুয়ার?

পাতা কুড়ানির মেয়ে দাঁড়িয়ে আছে একা।


-----৩ অগ্রহায়ণ ১৪২৮
----২০-----১১-----২০২১



৭৪.
ফেলে যাওয়া পালক ঠোঁটে তুলে 
নিজের বাসাতে সাজায়।

একটি কাক।

একটি কাকের এই ভূমিকায় আরেকটি কাক
নিজের পালক ফেলে গেলে

আবার ঠোঁটে তুলে নিজের বাসাতে সাজায়

নিজের বাসায় খড়কুটো কম পড়েছে।



৭৫.
শালিখের পাশে চড়ুই

ফুল নেই ফল নেই

শুধু মেঘের আসা যাওয়া

শুধু কুয়াশা

শালিখের পাশে চড়ুই

কোনো কথা নেই

শালিখের পাশে চড়ুই পাখা মেলবে

চড়ুইয়ের পাশে শালিখ পাখা মেলবে

ছায়ায় ছায়ায়  ঢেকে ফেলবে আমাকে।



৭৬.
একটি পায়রা আরেকটি পায়রার পাশে

নীরবে। নিস্তব্ধতায়।

একটি পায়রা আরেকটি পায়রার পাশে

রৌদ্র ছায়ায়।

একটি পায়রা আরেকটি পায়রার মুখে আহার বাটছে।

আহারের আলো বাটছে।


-------৪ অগ্রহায়ণ ১৪২৮
-----২১-----১১-----২০২১



৭৭.
কোত্থেকে ছায়া পাড়বে রাখাল?

পাখির পাখার ছায়া মাঠে নামে না।

কোত্থেকে ছায়া পাড়বে রাখাল?

মনের ছায়াও মাঠে নামে না।

মাটি দু ফাঁক হলে রাখাল ঢুকে পড়বে গর্তে

ভূমির শীতলতায়।



৭৮.
পাশাপাশি দুটি জানলা
যেন দুই বোন।
চেয়ে থাকে রাস্তার দিকে।

পাশাপাশি দুটি জানলা
যেন দুই বোন।
চেয়ে থাকে হাওয়ার দিকে।

একবারও চেয়ে দেখেনা দরজার মুখ।



৭৯.
রোদের পাশে এসে দাঁড়ালো রোদ।

শিশুর মতো সহজ লাগছে শিশুর মতো গভীর।

রোদের পাশে এসে দাঁড়ালো রোদ।

শিশুর মত সুন্দর লাগছে শিশুর মতো খুশি।

সকালবেলা

কাছে ডাকছি।


------৫ অগ্রহায়ণ ১৪২৮
-----২২----১১----২০২১
-----নির্মল হালদার





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ