পাহাড়তলির মাঠ / নির্মল হালদার
৪৪.
কলসি কাঁখে আসছে মেয়েরা
যার কাছেই আঁজলা পাতো
জল পবিত্র জল নির্মল।
মেয়েদের ছায়া পড়ছে রাস্তায়
যার কাছেই আঁজলা পাতো
ছায়া পবিত্র ছায়া নির্মল।
৪৫.
গাছে ফুল এলে
পাতারা সবুজ হয়ে ওঠে।
গাছে ফল এলে
পাতারা ঘন সবুজ হয়ে ওঠে।
পাতারা কাঁপে।
গাছে ফুল এলে
শিকড়ে রোমাঞ্চ জাগে।
গাছে ফল এলে
শিকড়ে শিকড়ে রসের প্রবাহ।
৪৬.
মেঘে মেঘে ঘুঙুর বাজে
মেঘের দিকে চেয়ে থাকে মেয়ে।
ও মেয়ে, মেঘবতী হও
অথবা পায়ে পায়ে ধুলো পরো
ধুলো বাজবে।
৪৭.
জলের ভিতরে জল জন্ম দেখেছে।
জলের ভিতরে জল জন্ম দেখেছে।
জলের ভিতরে জন্মের স্তব্ধতা জল দেখেছে।
--------২৪ কার্তিক ১৪২৮
-------১১-----১১----২০২১
৪৮.
আমার সঙ্গে খেলতে যাবি?
আমি ধুলা খেলবো।
রাশি রাশি ধুলা বইছে।
রাশি রাশি ধুলায় প্রাণ বইছে।
৪৯.
আকাশে যাবি?
চাঁদ ধরবো সূর্য ধরবো।
আকাশে যাবি?
চাঁদ পরবো সূর্য পরবো।
আকাশে যাবি?
আকাশ পরবো মাথায়।
৫০.
থোকা থোকা খেজুর
রসিক চেয়ে আছে গাছের দিকে।
থোকা থোকা খেজুর
মাটি চেয়ে আছে গাছের দিকে।
রসিক না মাটি কে পাবে
প্রথম একটি খেজুর?
রসিক না মাটি কে পাবে
প্রথম রসের ফোঁটা?
-------২৫----১১----২০২১
----১২-----১১----২০২১
৫১.
মেয়ে গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে।
মেয়ের তৃষ্ণা পেয়েছে।
কোথায় জল কোথায় জলের ধারা?
মেয়ে গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে।
ও মেয়ে এসো, কাঁসাই নদীর কূলে।
জল দিব জলের কাদা দিব আদরে আদরে।
৫২.
পাতা কুড়ায়।
পাতা কুড়ানির মেয়ে পাতা কুড়ায়।
পাতা কুড়ানির মেয়ে শব্দ নৈঃশব্দ কুড়ায়
রাস্তা থেকে রাস্তায়।
৫৩.
ফুলতো ফুটেছে
ফুলের অর্থ কী?
আমাকে বলে দিলেই
আমি তোর সাথী।
------২৬ কার্তিক ১৪২৮
-----১৩----১১----২০২১
৫৪.
এখানে মেঘ এলে
বৃষ্টি আসে কথার মত।
কথা আসে প্রেমিক প্রেমিকার মত।
আনন্দ বেদনার মত।
এখানে মেঘ এলে
বৃষ্টি আসে বিরহের মত।
বিরহ আসে প্রদীপ শিখার মত
কেঁপে কেঁপে ওঠে।
৫৫.
এদেশে নৌকা নেই, নদীও ছোট।
কেবল পাতা ভাসে।
চন্দ্র-সূর্যের ছায়া ভাসে।
এদেশে বৃষ্টিও নেই, নদীও ছোট।
দুঃখরাও ছোট ছোট চোখের কোনায় থাকে।
৫৬.
পাতা চেয়ে থাকে পাতার দিকে
একটি পাতা সবুজ হলে
আরেকটি পাতা ঘন সবুজ।
পাতা চেয়ে থাকে পাতার দিকে
একটি পাতা হলুদ হলে
আরেকটি পাতা ঘন হলুদ।
পাতা চেয়ে থাকে পাতার দিকে
নতুন পাতার দিকেও।
--------২৭ কার্তিক ১৪২৮
-------১৪-----১১----২০২১
৫৭.
মন কি আর পড়তে পারি
মন শুধু মনেরই দিকে।
মন পুরনো হলেও প্রাচীন হলেও
মন কি আর পড়তে পারি
মন যে রহস্যময় এক তারা।
জ্বলে নেভে।
৫৮.
অর্জুন ফল
আরেক অর্জুন ফল ছুঁয়ে ফেললে
ঝুমঝুম করে বাজে।
অর্জুন ফল ঝুলছে।
অর্জুন ফলের শুকনো রঙ দুলছে।
অর্জুন ফল
আরেক অর্জুন ফল ছুঁয়ে ফেললে
ঝমঝম করে বাজে।
অর্জুন গাছ কান পেতে শোনে।
৫৯.
নিম ফলের দিকে চেয়ে আকাঙ্ক্ষা আসা-যাওয়া করে
কার আকাঙ্ক্ষা?
নিম ফলের দিকে চেয়ে আকাঙ্ক্ষা আসা যাওয়া করে
কবে এসেছে নিম ফল?
কবে হলুদ হলো নিম ফল?
কবে ঝরবে নিম ফল?
নিমতলে নিমের ছায়া অপেক্ষা করে।
------২৮ কার্তিক ১৪২৮
------১৫-----১১----২০২১
৬০.
ঝলমল করে পেয়ারা ফুলের আলো
কাঠবিড়ালি লক্ষ্য করে পেয়ারা ফুলের আলো
কে গাঁথবে আলো? কে গাঁথবে ফুল?
কার রচনায় কবে একটি পেয়ারা?
৬১.
একটা ডাল ঝুঁকে পড়ছে আরেকটা ডালের দিকে।
গাছ নিস্তব্ধ।
একটা ডাল সবুজে সবুজ আরেকটা ডালে পাতা নেই।
গাছ নিস্তব্ধ।
আরও একটা ডাল ঝুঁকে পড়ছে মাটির দিকে।
মাটি নিস্তব্ধ।
স্তব্ধতা কথা বলো।
৬২.
বটের ঝুরি নেমে আসে মাটিতে।
বট পাতায় আলো ছায়া বট পাতায় ধুলো
পাতা ঝরে পাতা ওড়ে।
বটের ঝুরি নেমে আসে মাটিতে
বটের ঝুরি প্রণতি জানায় মাটিতে।
------২৯ কার্তিক ১৪২৮
------১৬------১১-----২০২১
------নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন