বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

আমার কবিতা : কাঠবিড়ালির লাফ - ১



আমার কবিতা : কাঠবিড়ালির লাফ - ১


কবিতা কোনো তত্ত্বের কথা বলবেনা। নিজের কবিতাকে প্রতিষ্ঠা করার জন্য অমুক কবি এই বলেছেন, তমুক কবি সেই বলেছেন, অতএব আমার কবিতা এই, উদাহরণ এই, বলার প্রয়োজন মনে করি না।

এই মুহূর্তে আমার অনুভবে নদী।
আমি নদীর কথা বলবো। এই মুহূর্তে আমার অনুভবে একটি পুকুর। আমি পুকুরের কথা বলবো। পুকুরের কথা বলতে বলতে নালার কথাও বলতে পারি। নালার পোকাদের কথাও আসবে। আসতেই পারে, শুঁয়ো পোকার কথা। তারপরেই হয়তো
ঈশ্বর এলেন। শয়তান এলেন।

যুদ্ধ হলো।

যুদ্ধ শেষে আমি আল পথ দিয়ে হেঁটে যেতে যেতে একটি খেজুর গাছের দেখা পেলাম। আমার চাই আমার চাই তখুনি একটি মাটির ভাঁড়।

খেজুর রস চাই।

কবিতা বিশেষ কোনো দর্শনের কথা বলবেনা। আনন্দের কথা বলতে বলতে বিষাদের কথাও বলবে। একাকিত্বের কথা বলবে।

কখনো কোথাও ছাঁচে ঢালা কথা বলবে না।

শুভ চিন্তার কথা বলতে গিয়ে
অশুভকে দেখাতে হবে বৈকি।
অশুভকে চেনাতে হবে বৈকি।

সজনে ডাঁটা কবিতার বিষয় হলে,
বাঁশের কঞ্চিও একটি বিষয়। বাঁশিও একটি বিষয়। যা পুরাতন হয়েও প্রতিদিন নতুন।

মানুষ প্রতিদিন নতুন।

নতুন বলেই সে সুন্দর। রহস্যময়।

----১১ কার্তিক ১৪২৯
-----২৯---১০---২০২২
-----রাত্রি-৮--৪০
------নির্মল হালদার




আরও পড়ুন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ