বুধবার, ১০ মার্চ, ২০২১

কবিতা

৩.

কাঠবিড়ালির সামনের দু পায়ে ধরা আছে একটি ফল।

যা রঙ যা গন্ধ ছুঁতে চাইছে বাতাস।

আমিও লোভ করি। আস্তে আস্তে প্রবেশ করি

ফলের ভেতরে।


একটি ফল একটি বিশ্ব অথচ নুন নেই।


আমি ছিটকে উঠি। বাইরে এসে দাঁড়াই, চোখের জলের দাগে।



৪.

ডাঙ্গায় উঠেছিল

পিঠ থেকে রোদ নামতেই

কুমির চলে গেল জলে।


কুমিরের হিংস্রতায়

রোদ ধারালো হয়নি।

রোদ ছিল রোদের মতোই নরম,

খরগোশের মতো তুলতুলে,


আমি কোলে নিয়েছি।



---২৫ ফাগুন ১৪২৭

----১০--৩--২০২১

----নির্মল হালদার



প্রধান উদ্দেশ্য


সহায়তা বা অনুরোধের জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ