বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

কবিতা

৫.
ঝুড়ি ঝুড়ি মেঘ জড়ো করছে ব্যাঙ
বৃষ্টি এলেই বৃষ্টির আনন্দ।


বৃষ্টির সঙ্গে গত জন্মেও বন্ধুত্ব ছিল
এ জন্মেও বৃষ্টির গভীরতা।

বৃষ্টি আমার চেয়ে বড়
পাশে দাঁড়ালে আমি ক্ষুদ্র।

আমি চুপিচুপি ছুটে যাই
ব্যাঙের ছাতার নিচে।



৬.
পেখম মেলতেই ময়ূরী আকাশ

অজস্র চোখ জ্বলছে।

কার চোখ দিয়ে কি দেখবো,
কার হৃদয় দিয়ে কি ঘ্রাণ চাইছি,
ময়ূর জানতে পেরেই আমাকে বলে,
প্রেমের খিদে নাও------

সাপও জড়িয়ে থাকবে গলায়।



----২৬ ফাগুন ১৪২৭
----১১---৩----২০২১
-----নির্মল হালদার







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ