শুক্রবার, ১২ মার্চ, ২০২১

কবিতা

৭.

উড়তে যাবে যেই

বকের পায়ে লটকে গেছি।

কোথায় যাবে কতদূর?


পা থেকে খসে পড়লে?


আমি কি শেয়ালের গর্তে পড়বো?

আমায় কি ধরবে হাতির শুঁড়?

ফণীমনসার ঝোপে পড়লে

আমি ক্ষতবিক্ষত


আমি ক্ষয়ের সৌন্দর্য।



৮.

পেঁচা আসবে রাত্রিও আসবে


রাত্রি শুধু অন্ধকার নয়

রাত্রি পেঁচার চোখ


আমাকে দেখাবে জঙ্গলের পথ

অথবা বিরহ। বেদনার সঙ্গে পড়ে থাকে

শুকনো পাতার সঙ্গে। পাতারা হলুদ হলেও

আমাকে জানায়, পেঁচার পায়ের তলায়

গাছের জ্যান্ত ডাল


আমিও আঁকড়ে ধরতে পারি।




----২৭ ফাগুন ১৪২৭

----১২---৩---২০২১

-----নির্মল হালদার




প্রধান উদ্দেশ্য


সহায়তা বা অনুরোধের জন্য


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ