বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

কবিতা


১৫.

কেঁচোরা মাটি তুলছে

আর আমি
শালিকের ঠোঁট থেকে ধার করি হলুদ
টিয়ার ঠোঁট থেকে ধার করি লাল

হলুদ ও লালে মেশাই আমার অভিসার



১৬.

পায়রা উড়ে যেতেই হাওয়া

রূপের হাওয়া আলোর হাওয়া
সুন্দরী হাওয়া আমার গায়ে লাগলো।
আজ কী শুরু হবে আমার প্রেম?
আমার পরশ?

আজ কী শুরু হবে আত্মীয়তার স্বাদ?

আমার নতুন আহ্লাদ?



১৭.

কাকের বাসায় কোকিল ডিম পাড়লেও
কাক কখনোই কোকিল নয়। কোকিল যে বাঁধতে পারেনা বাসা এই মর্মবেদনায়
কোকিলের বাসা বাঁধবো আমি।

এইতো খড়কুটো খুঁজতে চলেছি।



১৮.

যেদিন প্রথম সূর্য
সেদিন প্রাণের আকুলতায় কাঁপছিল ঘাস, ঘাসের বীজ।
অস্থিরও লাগছিল, কখন ধারণ করবে আরো আলো।

প্রশ্ন ছিল বীজের, আলোর পরে কী?

আকাশ থেকে গড়িয়ে পড়ে ছিল এক বিন্দু শিশির।



----১১ চৈত্র ১৪২৭
----২৫---৩---২০২১
-----নির্মল হালদার








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ