১৯.
সূর্য নেই
একটার পর একটা রাত আসে
একটার পর একটা চাঁদ আসে
সকল রাতেই চাঁদ
চন্দনের গন্ধ ছড়ায়
সকল রাতেই আমার মায়াবী জাগরণ।
২০.
হাঁসের সঙ্গে থাকতে থাকতে
হাঁসের একটা গুণ পেয়েছি, জল বাদ দিয়ে দুধটা খাই। আসল নকলের তফাৎ ধরতে পারি বলেই,
খড়িগোলা দুধ রয়ে গেছে অন্যদিকে।
শুধু বীণাবাদিনীর পায়ের তলায় ধ্যান করতে পারি না।
ঘুমিয়ে যাই।
২১.
ফলের রূপ রস গন্ধ কাঠ পোকাও চেনে
এক ডাল থেকে আরেক ডালে পৌঁছেও
ফলের কাছে যেতে পারে না
ফলটি দুলে দুলে উঠছে।
কাল রাতেও একটি তারা
চাঁদের কাছে যেতে পারেনি বলে,
ঝরে গেছে আমার দুহাতে
তারার ভিতর আরেকটি তারাও নেই।
২২
পাখি শুধু পাখি নয় একটি উড়াল
আকাশকে ছুঁতে গিয়ে ফিরে আসে মাটিতে।
মাটির যা রূপ নিকটে থাকতে হয়,
ভালবাসতে হয়।
আকাশের সঙ্গে দূরত্বের প্রেম
দূরত্বই প্রেম।
----১৩ চৈত্র ১৪২৭
----২৭---৩---২০২১
-----নির্মল হালদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন