রবিবার, ১৬ মে, ২০২১

কবিতা






৬৬.
পাথর যদি তার দিকে ছুটে যায়
আমি বলবো,এই আমার দেশ।
পাথর যদি আমার দিকে ছুটে আসে
আমি বলবো, এই আমার দেশ

কে কার দিকে থাকবে আর

নদীও চুরি হয়ে যায়
পাহাড় ও পাথর হয়ে যায়
কে কার সঙ্গে থাকবো আর
কে কার উপশম

ধ্বসে  পড়ছে বৃক্ষ চূড়ার আলো।



৬৭.
আমারই অন্তরে তুমি আমার অন্তর
একইসঙ্গে একই রঙে
আমরা দুজন।

তুমি যা দেখাও আমি দেখি
আমি যা দেখাই তুমি তাই দেখো
আমরা অখন্ড

আকাশের মত

আলো-আঁধারে সম্পৃক্ত

আমরা একই সঙ্গে একটি হৃদয়

মাটির বাঁশি বাজাই।


------২৬ বৈশাখ ১৪২৮
-----১০----৫-----২০২১


৬৮.
মাটি ও আকাশের সংযোগে যে তাপ ওঠে
তার নাম প্রেম। সেই প্রেমের আকাঙ্ক্ষায় সাহসী হয়ে
তোমাকে চাই।

তুমি অসীম হয়েও বাসা বাঁধো।
তোমার পূব নেই পশ্চিম নেই, চারদিকেই দুয়ার।
আমি কি দাঁড়াবো না? আমিও পাখির ঠোঁট থেকে
পড়ে যাওয়া একটি বীজ

জন্ম-জন্মান্তরের বীজ।



-----২৭ বৈশাখ ১৪২৮
----১১----৫----২০২১


৬৯.
স্পর্শ পাবার লোভে
আকাশ ঝুঁকে পড়েছে আমার কাঁধের কাছে।
কী আছে আমার? আছে তো শুধু
একটা দেশ
স্বপ্ন আর স্বপ্ন হীনতায়, আর্তনাদে

হাহাকারে, কান্নায়

তুলসী থানের মাটিও ক্ষয়ে যায়।

আমার অন্তর আমার দেশ
কী দেবে আর কি দিতে পারে!
আমার শরীর আমার দেশ
কী দেবে আর কী দিতে পারে!

আকাশকে ফিরিয়ে দিই আরেক আকাশে।


-----২৮ বৈশাখ ১৪২৮
----১২---৫---২০২১


৭০.
ধূপের আগুন খিদের আগুন

ছোট ছোট খিদের আগুন

তার রূপ রস গন্ধ পুড়তে পুড়তে
বড় খিদে জাগায়।
আমাকেও জাগায়, আমি চিৎকার করি:
খেতে দে
খেতে দে

আমি আলো খাই বাতাস খাই

আমি মাটি কামড়াই

আমি মাখি ধূপের ছাই।


----৩০ বৈশাখ ১৪২৮
-----১৪----৫----২০২১
-----নির্মল হালদার






ছবি : সন্দীপ কুমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ