পাহাড়তলির মাঠ / নির্মল হালদার
৮০.
পাড়ের গাছ ছুঁয়ে ফেলছে জল
পুকুর নীরব।
গাছের নীরবতা ছুঁয়ে ফেলছে জল
পুকুর নীরব।
আমাকেও ছুঁয়ে ফেলছে নীরবতা
আমিও নীরব।
৮১.
ধুলো বাজে
ধূলার ধ্বনি ধূলায় ধূলায়।
ললাটে কে এঁকেছে ধুলো?
ধূলার উজ্জ্বলতায় উজ্জ্বল তুমি
আমাকে দাও ধূলার পরশ।
৮২.
খালি পা চলে যায় শূন্য রাস্তায়
খালি পায়ে কে পরাবে নুপুর?
সোনার নুপুর নাইবা পরালে
ফুলের নুপুর কে পরাবে?
খালি পা চলে যায় শূন্য রাস্তায়
খালি পায়ে কে পরাবে নুপুর?
সোনার নুপুর নাইবা পরালে
পাতার নুপুর কে পরাবে?
শব্দ নৈঃশব্দ কে পরাবে?
--------৬ অগ্রহায়ণ ১৪২৮
-------২৩-----১১---২০২১
৮৩.
কুকুরের গা ঘেঁষে শুয়ে আছে কুকুর
সম্পর্কের হাওয়া গায়ে এসে লাগছে
সম্পর্কে ছায়াও পড়ছে গায়ে
কুকুরের গা ঘেঁষে ঘুমিয়ে আছে কুকুর
স্বপ্নের সম্পর্ক গড়ে উঠছে ঘুমের ভেতরে।
৮৪.
একগুচ্ছ শালিক একগুচ্ছ আকাশ
কে ছোঁবে কাকে?
এক ঝাঁক মানুষ এক ঝাঁক রাস্তা
কে ছোঁবে কাকে?
একগুচ্ছ শালিক রাস্তায় নেমেছে
একগুচ্ছ আকাশ রাস্তায় নেমেছে।
৮৫.
সারাদিন সজনে গাছ সারাদিন সজনে পাতা
ডালে ডালে শুঁয়োপোকা
কী রঙের স্বপ্ন শোনে?
কী রঙের স্বপ্ন বোনে?
ডালে ডালে শুঁয়োপোকা
সারাদিন সজনে গাছ সারাদিন স্থির।
------৭ অগ্রহায়ণ ১৪২৮
-----২৪-----১১----২০২১
৮৬.
ফণি মনসার ছায়া পড়ছে মাটিতে ।
ফণি মনসার কাঁটার ছায়া ধূলায় ধূলায়।
ফণি মনসার মাথায় একটি হলুদ ফুল।
মৌমাছি এসেছে। উড়ছে তার ছায়া।
মৌমাছি এসেছে। উড়ছে তার জাগরণ।
৮৭.
কাকে গড়ছে কুমোর? কী গড়ছে কুমোর?
মাটি কম পড়লে কী করবে কুমোর?
কলসি ছেঁদা হলে কী করবে কুমোর?
হৃদয় কী গড়বে কুমোর?
চাকা ঘুরছে।
৮৮.
হাপর টানছে তো টানছেই
পিটছেতো পিটছেই গরম লোহা
আগুন জ্বলছে
তৈরি হবে হাতা খুন্তি কড়াই
তৈরি হবে বঁটি ছুরি কাঁচি
হাপর টানছেতো টানছেই
আবছা লাগছে মুখ।
------৮ অগ্রহায়ণ ১৪২৮
-----২৫----১১----২০২১
৮৯.
ধান কাটছে
হাঁসুয়ার শব্দ ওঠে
হাঁসুয়ার শব্দে শব্দে ছিটকে পড়ে আলো।
ধান কাটছে
পাকা ধানের গন্ধ ওঠে
নতুন খড়ের হাসিতে ছিটকে পড়ে আলো।
৯০.
আতা চেনেনা পেয়ারার গরব
পেয়ারাও চেনেনা আতার গরব
পাশাপাশি শুধু দুলতে থাকে
সকালে সন্ধ্যায়।
সকালে সন্ধ্যায় পেকে উঠছে আতা
সকালে সন্ধ্যায় পেকে উঠছে পেয়ারা
সকালে সন্ধ্যায় পেকে উঠছে নক্ষত্রের রঙ
আমারই মাথায়।
আমি চিনিনা।
------৯ অগ্রহায়ণ ১৪২৮
-----২৬----১১----২০২১
৯১.
হেমন্তের হাওয়া শিরশিরে শীত
পাখির পালকে হিম
হেমন্তের হাওয়া সকালবেলা।
পুবের আকাশ লাল।
হেমন্তের হাওয়া শিরশিরে শীত
পাখির পালকে হিম
হেমন্তের হাওয়া ধূসরতা।
পুবের হৃদয় লাল।
৯২.
ধান বোঝাই গরুর গাড়ি
গাড়োয়ানের মুখ দেখতে পাইনা
গাড়োয়ান কে গো?
কত রাস্তা পার হলে দেখতে পাবো মুখ?
কত রাস্তা পার হলে এক আঁজলা জল?
গাড়োয়ান কে গো? কেমন আছো?
৯৩.
পাহাড়ে উঠে গেল হরিণ
পিছনে পিছনে গাছপালা।
পাহাড়ে উঠে গেল হরিণ
পিছনে পিছনে হরিণ ছানা।
পাহাড়ের চূড়ায় সূর্যের ঘর।
পাহাড়ের চূড়ায় সকলের ঘর।
------১০ অগ্রহায়ণ ১৪২৮
-----২৭----১১----২০২১
৯৪.
রাস্তায় রাস্তায় পায়ের ছাপ
কার পায়ের ছাপ? কাদের পায়ের ছাপ?
রাস্তায় রাস্তায় পায়ের ছাপ
আলোকিত হয়ে অন্ধকার হয়ে
ধুলো হয়ে মাটি হয়ে
রাস্তায় রাস্তায় পায়ের ছাপ
কার পায়ের ছাপ? কাদের পায়ের ছাপ?
দুঃখ হয়ে সুখ হয়ে
আনন্দ-বেদনা হয়ে
রাস্তায় রাস্তায় পায়ের ছাপ
খালি পায়ের ছাপ।
৯৫.
জবা ফুলের রেণু উড়ছেতো উড়ছেই
সূর্যের রেণু উড়ছেতো উড়ছেই
হৃদয়ের রেণু উড়ছেতো উড়ছেই
মাটি প্রশস্ত ধারণ করবে।
-------১১ অগ্রহায়ণ ১৪২৮
------২৮----১১----২০২১
------নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন