আমাদের প্রিয় কবি নির্মল হালদারের জন্মদিন। এক নজর দেখে নেওয়া ফেসবুকের পাতায়।
____________________________________________
আজ প্রিয় কবি নির্মলদার জন্মদিন। নির্মলদা আজ শুধু পুরুলিয়ার নন সারা বাংলার প্রিয় মানুষ। আপনার উন্নত শির আকাশ স্পর্শ করলেও পা আপনার পুরুলিয়ার মাটিতেই থাকুক এই কামনা করি। শুভ জন্মদিনের শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই। ভালো থাকুন নির্মলদা, আরও লিখুন, আমরা প্রাণিত হই।
_______________________________________________
আলাপ ছিল না।পরিচয় ছিল না।শুধু নাম শুনেছি বহু মানুষের কাছে। ওর কবিতার সঙ্গেও আগে এতটা পরিচয় ছিল না। নির্মল হালদার। বাংলার বিশিষ্ট কবি। উন্নাসিক ছন্নছাড়া আবোল তাবোল জীবন। কবিতার জন্য আর শুধু কবিতাকে সঙ্গে নিয়ে একটা আস্ত গোটা জীবনযাপন। সবজি বিক্রেতা, বহুরূপী, কৃষক, শ্রমিক, রাস্তার ভিখারি-- এরা সবাই কথা বলে কবির কবিতায়। অতিমারীর এই সময়ে তাদের জীবনযাত্রা নিয়ে, দুর্দশা নিয়ে, অসহায়তা নিয়ে, কবির মন জমাট বাঁধে কালো মেঘের মতো। পরক্ষণেই বৃষ্টিপাত।
এখন তো আবার ভিশন ছটফটে। কোথাও গেলে স্থির হয়ে বসে থাকতে পারে না। জামা ধরে টেনে বসিয়ে রাখতে হয়। নির্মল দা কে নিয়ে অনেকের ভালো লাগা, না লাগা আগেও শুনেছি। কাছে এসে দেখলাম আসলে মানুষটা অন্যরকম। পাঁচজনের সঙ্গে মেলে না। নিজে যেচে উপহার পেতে যেমন ভালোবাসে তার থেকে বেশি উজার করে দিতে আবেগতাড়িত হয়ে পড়ে। নিজের কিছু রাখে না। সেই না থাকাতেই যেন ভীষণ আনন্দ তার। অদ্ভুত মানুষ!! আমার কলেজ জীবনে এটাও শুনেছিলাম- পুরুলিয়ায় একজন কবি আছেন যার বাড়ির দরজায় কোন তালা পড়ে না। সব সময় খোলা থাকে। তারপরে হঠাৎ করেই কোন একদিন পরিচয় হলো। দিন আর মনে নেই। পরিচয় থেকে ভালোবাসা। আত্মীয়তা। ভাইফোঁটার দিন দুজনের কাছে নিয়ম করে ফোঁটা নিতে বেরিয়ে পড়ে। একজন নাচনী শিল্পী পস্তুদি। অন্যজন রুমা। রুমা গুহ নিয়োগী। বেঁচে থাক আত্মীয়তা। ভালো থেকো নির্মলদা। জন্মদিনের অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।
কবির কাছে রেখে এলাম
জন্মদিনের ডোর
ভালোবাসায় অপরিসীম
শ্রাবণ দিনের ভোর
শুভ জন্মদিন কবি নির্মল হালদার। আমাদের প্রিয় নির্মলদা।
আজ ২১ শ্রাবণ ১৪২৮/৭ অগাস্ট ২০২১ কবি নির্মল হালদারের জন্মদিন। সেই উপলক্ষে আমরা, তাঁর বন্ধুরা আগামীকাল ২২ শ্রাবণ/৮ অগাস্ট রোববার সন্ধ্যেবেলা জন্মদিন উদযাপন করবো নির্মলদার বাড়িতেই। হবে কবিতা পাঠ। আপনারাও আসুন। আমন্ত্রণ জানাই সকলকেই।
নির্মলদার জন্মদিন
--------------------------
পৃথিবী পাক খায়
বছর পাক খায়
আমাদের কবিতায় থাকাগুলো
পাক খেতে খেতে
নির্মলদার ঘরে এসে
হুমড়ি খেয়ে পড়ে একদিন
সেদিন হৈ হৈ উৎসব
সেদিন থৈ থৈ কবিতা
সেদিন আমাদের সবার জন্মদিন
সেদিন বাংলা কবিতার জন্মদিন
বাংলার মাটির কবিতার জন্মদিন
কবি নির্মল হালদারের জন্মদিন
উত্তম, নির্মলদার জন্মদিনে শুভেচ্ছা ও একটি কবিতা পাঠালাম ৷ কাল পাঠ করবে এই অনুরোধ ৷ আমি যেতে পারছিনা ৷
মুজিবর







































কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন