বুধবার, ১০ নভেম্বর, ২০২১

পাহাড়তলির মাঠ // নির্মল হালদার

পাহাড়তলির মাঠ // নির্মল হালদার




২১.
ছেঁদা হাঁড়িতে জল ফুটছে।

ছেঁদা হাঁড়িতে চাল ফুটছে।

ছেঁদা হাঁড়ির ভাত ছেঁদা নয়

ছেঁদা হাঁড়ির ভাত শুধু অন্ন।



২২.
যে ফুলের মধু নাই
সেই ফুলের কাছে মধু চোর।
যে ফুলের মধু আছে
সেই ফুলের কাছে মধু চোর।

ফুলের রঙ চেনেনা মধুচোর।



২৩.
হরিণের পেছনে ছুটছে শিকারি

ফুলের গন্ধ আসে ফলের গন্ধ আসে
চন্দনের গন্ধ আসে

শিকারি দাঁড়িয়ে যায়।

জঙ্গলের অস্থিরতা স্থির হয়ে যায়।



২৪.
কোকিল ডাকলে পাহাড় ডাকে।

পাহাড়ের ভিতরে কোকিলের বাস।

পাহাড়ের ভিতরে বসন্তের সুবাস।


------১৬ কার্তিক ১৪২৮
-----৩-----১১----২০২১



২৫.
গাভীর চারটে বাঁট

একটা বাঁটের দুধ গাছপালাকে দিই।
একটা বাঁটের দুধ পাখিদের দিই।
একটা বাঁটের দুধ বাছুরকে দিই।

একটা বাঁটের দুধে মনকে ভেজাই।



২৬.
পথে পথে রামধনু উঠলে আকাশে পাঠিয়ো।

পথে-পথে লাফায় মাছ, আমাকে ধরে দিও।
আমার যে মাছের সঙ্গে খেলা।

ধুলোখেলা খেলতে পারে মাছ।

এ মাছ ধরা পড়েনা জালে, এ মাছের কপালে
সোনার টিকলি, গলায় চন্দ্রহার।

হৃদয়ে সুগন্ধ।



২৭.
নাকছাবি জ্বলজ্বল করে বনের ভিতরে।

কার নাকছাবি কার?

নাকছাবি জ্বলজ্বল করে বনের ভিতরে।

বনের ভিতরে একটি নদী বনদেবী স্নান করতে যায়।

নাকছাবিটি কাছে ডাকে: আয় আয় আয়


------১৭ কার্তিক ১৪২৮
-----৪----১১----২০২১


২৮.
বাঘকে দেখে হরিণ পাহাড়ে উঠলো।

হাওয়াকে দেখে মেঘ পাহাড়ে উঠলো।

পাহাড়ে খেলা করে হরিণ ও মেঘ।



২৯.
আমি শব্দ করলেও পোকারা নিঃশব্দ।

পোকাদের দেশ কোথায়?

পোকাদের জন্ম কোথায়?

ধান গাছে পোকা লেগেছে।



৩০.
গরুটি ঘুরে বেড়ায় একা একা

কোথায় আছে রাখাল?

গরুটি ঘুরে বেড়ায় একা একা

কোথায় আছে রাখাল?

আছে আছে, শুধু পায়ের শব্দ নেই।


------১৮ কার্তিক ১৪২৮
-----৭-----১১----২০২১



৩১.
গাঁইতি--কোদালে মাটি ওঠে।

আকাশ খামচালে দু-একটি তারা উঠে আসে।

হৃদয় খামচালে রক্ত উঠে আসে।

আঁজলা পাতলে জল না আসতেও পারে।

ফুল ফুটলে গন্ধ না আসতেও পারে।

গাঁইতি--কোদালে শিকড় ওঠে।



৩২.
হাঁড়ি গড়েছো কলসিও গড়েছো

পরখ করে দেখবো
কোথায় কোথায় ছেঁদা

কুমোর হে, তোমার চাকায় ঘুরে ঘুরে
পৃথিবীও গড়ে উঠেছে।

পরখ করে দেখবো এবার, কোথায় কোথায় খুঁত।



৩৩.
সমুদ্রের জন্ম হলো কবে?

আকাশের সৃষ্টি হলো কবে?

কার আঁতুড় ঘর কোথায়?

আমিতো ধুলোবালির মত অনাথ।



৩৪.
গাঁ মুড়ার গাছে খোকা খোকা তেঁতুল।
টক করবে না কাঁচাই খাবে
নাকি রাজার বিটি খুঁজেছে দিয়ে আসবে?

রাজাটা বড় বজ্জাত এক সের ধানে নাই।


------২০ কার্তিক ১৪২৮
-----৭----১১---২০২১



৩৫.
সাগরের সঙ্গে নদীর মিলন হলে
নদী আর নদী থাকেনা,হয়ে যায়
নুনের সাগর।

সাগরের সঙ্গে নদীর মিলন হলে
নদী আর নদী থাকেনা, হয়ে যায়
নূনের পুতুল।



৩৬.
গাছের কোটরে একটি ডিম। কার ডিম?

সূর্যের কিরণ এসে পড়ে।

গাছের কোটরে একটি ডিম। কবেকার ডিম?

ডিম ফুটলেই শিশুর মুখ, রোদের মত তাপ।




৩৭.
ভ্রমর তুই সাবধানে যা
ওই গাছে ফুল থাকলেও কাঁটা আছে।
ভ্রমর তুই সাবধানে যা
ওই গাছে গভীর কাঁটা।
তোর পায়ে ও পাখায় কাঁটা লাগলে
আমার গায়ে আঘাত লাগবে।

ভ্রমর তুই সাবধানে ধীরে ধীরে
মধুরস পান কর্ ।


-----২১ কার্তিক ১৪২৮
-----৮----১১----২০২১



৩৮.
সারারাত শিশির ঝরেছে

শিশিরে শিশিরে ভিজে আছে পথ

সারারাত শিশির ঝরেছে

শিশিরের মায়া।



৩৯.
বক জানে,
কোন্ পুকুরে জল আছে।
কোন্ পুকুরে জল নাই।
বক শুধু জানে না,
তার ওড়ার পথে কুয়াশা নেমেছে।



৪০.
দু চার আঁটি খড় কম পড়লে
ঘরামি হে, আমার মনটা নিও
পোক্ত করো আমার ঘরের ছাউনি।



৪১.
কানের দুলটি পড়ে আছে ধুলায়
কে কুড়াবে কে পরবে কানে?
কানের দুলটি পড়ে আছে ধুলায়

রাজার বিটি ফেলে গেছে ছুঁতে ভয় করে।




৪২.
পাখিরা ডেকে উঠলে, সূর্য ওঠে।
পাখিরা ঘরে ফিরলে, সূর্য অস্ত যায়।
পাখিরাই বলে, পূবে ঘর পশ্চিমে ঘর।

আমাদের অনিবার্য স্বর।


-------২২ কার্তিক ১৪২৮
-------৯------১১----২০২১




৪৩.
ঘরের ভিতরে ময়ূর নাচে

শিকারি লক্ষ্য করে

শিকারি চুরি করবে না ময়ূর

ময়ূরের নাচ চুরি করবে।



-----২৩ কার্তিক ১৪২৮
-----১০------১১-----২০২১






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ