একতারার একটি তারে//
ব্যর্থতার পরেও//
সকল ব্যর্থতার পরেও প্রেম থাকে, শুধু
একটি প্রদীপ জ্বালিয়ো।
প্রদীপের শিখাই তো চাঁদের শিখা
সূর্যের কিরণ
নিঃশব্দে--নীরবে।
আঁচল//
আঁচলে লেগে থাকা আলো অন্ধকার,
দু হাত পাতলেই।
আঁচল উড়ছে।
আঁচল উড়ছে আকাশ জুড়ে
হাওয়ায় হাওয়ায়।
আঁচল উড়ছে।
আঁচলে লেগে থাকা ধুলো, দু হাত পাতলেই।
রাঙা ফল//
রাঙা ফল কাছে না এলেও কাছে
আমি যে চেয়ে আছি
আমি নিকটেই আছি
না--চাইলেও রাঙা ফল আমার
আমার অনুভবে
আমার প্রার্থনায়
না---চাইলেও রাঙা ফল আমার শুভকামনা।
-------২৭ অগ্রহায়ণ ১৪২৮
-------১৪------১২----২০২১
জোনাকি//
রাত্রির অন্ধকারে জোনাকিরা স্বপ্ন ছড়ায়
যে পারে কুড়ায়
যে পারে বুকের ভিতরে লুকায়
যে পারে প্রদীপ জ্বালায়
মেয়েরা চুলে গুঁজে গরব করে।
একটি শিশু--জোনাকি আমার কাঁধে
আমি ডানা ঝাপটাই।
দারিদ্র রেখা//
দারিদ্র রেখা একটি রেখা
বাতাসেও আঁকা থাকে, শুধু
আমাকে চিনতে হবে, দারিদ্র্য রেখার নিচেও
কারা থাকে। কারা খুদকুঁড়োর স্বপ্নে
রাত্রি জাগে।
রাত্রি এক সময় যখন মাথা গুঁজতে হয়।
যখন মাথায় রাখতে হয় ইঁট।
হেমন্তের শেষ বেলা//
মেঠো ইঁদুর ধান নিয়ে গেল।
ক্ষেতে পড়ে আছে কাটা ধান, শিশিরে ভিজছে।
কুয়াশা নামছে ধীরে ধীরে।
হেমন্তের শেষ বেলায় ঘরে ফিরছে পাখিরা।
আমিও ওদের সঙ্গে আকাশ থেকে নামি।
যদি একটা বাসা পাই।
-----২৮ অগ্রহায়ণ ১৪২৮
-----১৫-----১২-----২০২১
গাছ//
শালিখের সঙ্গে উড়লে একটা গাছ।
ফুল-ফলের সংসার।
পাতার আড়ালে কান্না।
লুকানো কান্নার অভিমানে গাছ হয়ে ওঠে সরল।
প্রকৃতি//
তুমি আর কী দেবে?
প্রকৃতি ছড়িয়ে রেখেছে তোমার সামগ্রী,
তুমি যা ইচ্ছে তুলে নাও।
আমি আমার রঙ তুলে সেজে উঠেছি।
আমার কাঁধের পিছনেই সূর্য উঠেছে।
সূর্যোদয়ের রঙ বুকে নিয়ে তুমিও হেঁটে যাও
ওই খরগোশের দিকে।
ওই প্রাণ, ওই উল্লাস।
তোমার কোলে উঠবে।
প্রাণ//
আলো তো আছেই,
শুধু একটু ঘাম মেশাও।
অন্ধকার তো আছেই,
শুধু একটু ঘাম মেশাও।
আলোর গায়ে গা লাগিয়ে
আত্মীয়তা এগিয়ে যাবে।
অন্ধকারের গায়ে গা লাগিয়ে
আত্মীয়তা এগিয়ে যাবে।
শুধু একটু প্রাণ মেশাও।
------২৯ অগ্রহায়ণ ১৪২৮
------১৬----১২----২০২১
যদি ভালবাসবে//
যদি ভালবাসবে কাছে এসো,
আজ সকালে ফুটেছে চন্দ্রমল্লিকা।
প্রকৃতির দান দুহাত ভরে
যদি ভালবাসবে ভালবাসো।
আমার যে কেউ নেই।
তুমি আলো হয়ে আমার সর্বস্ব হও।
তুমি অন্ধকার হয়ে আমার সর্বস্ব হও।
যদি ভালবাসবে দেরি করো না।
আমার সময় যে
আমার মুঠির ফাঁকে ঝরে ঝরে যায়।
সীমা//
কে খুঁজছে কাকে পাতার শিরা-উপশিরায়?
ধূলাতে খুঁজে নাও ধূলার মুখ
তুচ্ছ করো অসীমের কাছে।
সীমায় সীমায় সংকীর্ণতা আমাকে দোষী করে।
------৪ পৌষ ১৪২৮
-----২০----১২----২০২১
-----নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন