রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

একতারার একটি তারে / নির্মল হালদার






একতারার একটি তারে
---------------------------------

বেলা ফুরোয়
--------------------

যদি কাছে আসবেই দ্রুত এসো

বেলা ফুরোয়।

সূর্যাস্ত রঙের বিষণ্ণতায় কী কথা বলবো?

রাস্তা যদি দীর্ঘ হয়ে থাকে, আমাকে বলো,
আমি কাছে যাই, আমি সংক্ষিপ্ত হয়ে
নিজেকে গড়ালেই তোমার পায়ের কাছে

তোমার পায়ের তলার ঘাস বীজ চাই।


দু হাতে দাও
------------------

আবার কবে আসবে?

মুখটা যে মনে পড়ছে না

ভুলে যাওয়া দোষে আমি দোষী
আমাকে ক্ষমা করে, তোমার মুখ
আমার দু হাতে দাও

কেননা, তোমার মুখের ঘামও মনে রাখতে চাই।

-------৬ পৌষ ১৪২৮
------২২-----১২----২০২১



জমি
--------

পায়ের শব্দে কি আশ মেটে?
সামনে এসে দাঁড়াও।

আকাশ নাইবা হলে মাটিতো হবে

আমার দাঁড়াবার জায়গা।


সুবাস
----------

যেন ভুলে না যাই
এ কারণেই, আজও রোদ্দুর এসেছে।

আজও রোদের তাপ আমার গায়ে।

যেন ভুলে না যাই
এ কারণেই, তোকেও তো আসতে হবে রোজ।

তোর গায়ের গন্ধে ফুটবে,

চন্দ্রমল্লিকার সুবাস।


ভয়
------

হারাবার ভয় কেন যে আসে?
কাকেই বা হারাবো? কে আছে আমার?

একটা নদী মুঠোতে পেলে
মাটিতে নামাতে হয়।
একটা পাহাড় কাঁধে পেলে
মাটিতে নামাতে হয়।

কিছুই যে আমার নয়, কেউ নয় আমার।
কাকেই বা হারাবো? কী আছে আমার?


-------৭ পৌষ ১৪২৮
-----২৩----১২----২০২১



মন ভোজন//

আমি বনভোজনে নেই মন ভোজনে আছি।

নুন হলুদ তেল লাগে না, শুধু মন
একাকী নির্জনে মন ভোজন করি

মুহূর্তের পর মুহূর্ত

আমি সাজাই এক পাত মন, আমি সাজাই
আমার আনন্দ-বেদনা,

চোখের জলের হাসি।



চুম্বন//

ভালোবাসলেই ভোর আসে

পাখিদের কিচিরমিচর

গাছপালার ডাক

ভালোবাসলেই শিশির জলে তোর মুখ
আমার পায়ে তোর চুম্বন।



কাব্যের দিকে//

শুধু কি মন লেখে? শরীরও লেখে শরীরের কবিতা।

আমি শরীরের দিকে যাই।

ঘাম রক্ত ছড়িয়ে তুমি এসে সামনে দাঁড়াও

তুমি নগ্ন প্রতিভা।

আমার শরীর মন নগ্ন করে আমাকে কাঙাল করো,

আমি কাব্যের দিকে যাই।

------৮ পৌষ ১৪২৮
------২৪----১২----২০২১


ছায়া
-------

ছায়াটা পাঠাও।

যতদূরেই থাকো ছায়াটা পাঠাও।

তোমার ছায়া জড়িয়ে তোমারই ওম
আমার যে শীত করছে।

আমার শীতে আবেগ নেই
তোমার আবেগের ছায়াটা দাও।

যদি ছায়া কাঁপেও আমাকে দাও।

আমি হৃদপিন্ডে স্থাপন করবো।


সম্পর্ক
------------

সম্পর্ক করতেই এই জন্ম

সম্পর্ক করতেই আকাশ মাটি জল

সম্পর্ক করতেই ফসলের ডাক।


সম্পর্ক করতেই, এই যে তুমি
আমাকে ইশারা করলে,
আড়াল হয়েও গেলে,
এই জন্ম ব্যর্থতার দিকে যায় না,

তোমার দিকেই যায়।

------৯ পৌষ১৪২৮
-----২৫----১২----২০২১


প্রণাম
----------

আমাকে প্রণাম পাঠালি তুই

আমার যে অস্তিত্ব নেই

প্রণামটি তুলে নিয়ে অথবা
তোর প্রেম তুলে নিয়ে পাখির কাছে রাখলে
পাখির পাখায় আসবে পাহাড়

পাহাড়ের কাছে প্রণাম রাখবি তুই।

মুখ
-------

কুয়াশা নামছে ধীরে ধীরে

অস্পষ্ট মুখ।

কার মুখ?

কার মুখ খুঁজতে খুঁজতে নিজেরই মুখ?
ফুঁ দিয়ে ওড়াই মুখের ধুলো

রোদ্দুর ওঠে।

-----------------------
-----১০ পৌষ ১৪২৮
-----২৬-----১২----২০২১
-----নির্মল হালদার




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ