জ্যোৎস্না
---------------
জ্যোৎস্না আর কোথায় দেখবে!
সেতো লক্ষ্মীর হাঁড়িতে
ধানের ভিতরে লুকিয়ে থাকা
রূপোর টাকা
সিঁদুর লেপা।
২৭/২/২০২২
ফাগুন
------------
পলাশ গাছে ফুল কই?
বাবলা গাছে শুধুই কাঁটা
শুধু আকন ফুলের শোভা
মরদ দাঁড়িয়ে আছে উলঙ্গ পাথরের মত
দে ছুঁড়ি দে পরিয়ে আকন ফুলের মালা।
২৮/২/২০২২
কোল
----------
নদী ডাকতে ডাকতে ধাক্কা মারে
একটা পাথরে। আশ্রয় চায়।
একটা কোল।
হারানো বাছুরও ডাকতে ডাকতে খুঁজে বেড়ায়
তার মাকে।
সেজে ওঠা
------------------
পুব আকাশ থেকে চিরুনির পিছনে
সিঁদুর নিয়ে
সিঁদুর পরে।
সারা দিনের সংসারি ব্যস্ত বউ।
-----১৮ ফাগুন ১৪২৮
-----৩---৩---২০২২
আয়না
--------------
বেলা ডুবু ডুবু
চুল আঁচড়ায় রমণী
দু-পা ছড়িয়ে দুপায়ের ফাঁকে
আয়না রাখে রমণী
কপালে টিপ পরবে।
গোবর
------------
ধুতে হয় মুছতে হয়
ন্যাতাকানির দরকার পড়ে।
ঝাঁটারও দরকার পড়ে।
গোবরের দরকার পড়ে
দুয়ারে মাড়ুলি দিতে।
-----১৯ ফাগুন ১৪২৮
-----৪----৩----২০২২
বসন্ত
----------
নিম গাছে কচি পাতা এসেছে।
নিম --বেগুন না --করো
নিম--ছেঁচকি?
আলুতো সবার সঙ্গে মেশে।
নিমে--আলু মাখামাখি
ফাগুন--চোতের মধু।
আঁচ
--------
সূর্য নিভে গেলেও
চাঁদ--তারা জ্বলে উঠবে।
সেই আগুনের আঁচে
মাহাত ঘরে,
ধান সেদ্ধ।
-----২০ ফাগুন ১৪২৮
-----৫---৩---২০২৩
হাটের দিকে
------------------
মাথায় কাঠের বোঝা
পাহাড় থেকে নামছে মেয়ে ।
পাহাড় থেকে নামছে মেঘ।
মেঘ আর মেয়ে কথা বলে,
আজ সিরকাবাদের হাট,
সে আসবে তো?
সংসার
------------
কাঠের উনুন, ছাই পড়ে আছে।
দেয়ালে দেয়ালে ধোঁয়ার কালি
শুকনো হাঁড়িতে ঝুল
ঘোমটা টানা অন্ধকার
নিঃশব্দ।
পাশের একটা ঘরে একটা ঢেঁকি,
বৃদ্ধ পিতামহ।
------২১ ফাগুন ১৪২৮
-----৬----৩----২০২২
চরকা
------------
চাঁদের বুড়ি চরকা চালায়
তাঁতি ঘরেও চরকা চলে
শিরা--উপশিরা চলে।
সংসার
-----------
মাটি খুঁড়েই চলে ইঁদুর।
বুক খুঁড়লে নিভে যাবে আগুন,
গরিব আগুন।
আগুনের আঁচেইতো ফুটবে,
পাঁচ ফোড়নের সংসার।
------২২ ফাগুন ১৪২৮
------৭----৩----২০২২
জং
-------
বুকের ওঠানামা
কামার শালে হাপরের ওঠানামা
মাটি চেয়ে থাকে
যদি ধার করা যায়, ধারালো করা যায়
মাটিতেও জং ধরেছে।
মজদুরি সকাল
------------------------
কোথায় পাখি ডাকলো
কে জানে!
কোন্ দিকে সূর্য ডাকলো
কে জানে!
উনুনে গুঁজছে শুকনো পাতা
উনুনে জ্বলছে শুকনো পাতা
মজুর বউ।
মজুরের সকাল হয়েছে নিম দাঁতনে ।
কুমোরের চাকা
-----------------------
যা খুশি চাইলে হবে না
হাঁড়ি চাইলে হাঁড়ি কলসি চাইলে কলসি
ছেঁদা থাকলে, কুমোরের চাকা জানেনা।
------২৩ ফাগুন ১৪২৮
------৮-----৩-----২০২২
------নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন