বুধবার, ১৬ মার্চ, ২০২২

আঁকাবাঁকা শিকড়ের ছায়া / নির্মল হালদার




কিরণ
----------

সকালের কিরণ বিড়ি বাঁধা সুতোর মতো
বিড়ি বাঁধতে বাঁধতে নিজেকেই বাঁধা

এ বাঁধন খুলবে না যে

লাল সুতোর শক্ত গিঁট খুলবে না যে

মাঝে মাঝে দীর্ঘশ্বাসে উড়বে বিড়ির দোক্তা।



কয়লা কুড়ানি
----------------------

ময়রা দোকানের উনুনে
চিনির রস ফুটছে।
মাছি পড়লে পড়তেও পারে।

উনুনের দিকে চেয়ে চেয়ে
চলে যায় কয়লা কুড়ানি

কখন কয়লা থেকে ছাই!


-----৮ ফাগুন ১৪২৮
----২১----২----২০২২



ওজন দেখতে দেখতে দেখতে হয়
মাছ ওয়ালির আঙুলে আঙুলে হাজা

খড়ি গোলা জলের মত শাদা।


----২১---২---২০২২
----৮ ফাগুন ১৪২৮



নতুন ধান
---------------

রাস্তাতে ধান শুকায়

নতুন ধানের গন্ধ টানে হাওয়া

ধান পাহারায় থাকা বুড়ি জানতেই পারে না।



কাকতাড়ুয়া
-------------------
ফসলের ক্ষেতে দাঁড়িয়ে আছে
হাঁড়ি মুখ কাকতাড়ুয়া।
যেন ঘর বাহির আগলানো
বুড়ো দাদু।



তেজ
-----------

সূর্যের নেশা
হাঁড়িয়ার নেশার মত
সকাল থেকেই।

কাজেরও নেশা।

ঘামে ঘামে হাঁড়িয়ার গন্ধ ছড়ানো

কাম কাজে সূর্যের তেজ।


------৯ ফাগুন ১৪২৮
-----২২----২---২০২২



জলের ভার
------------------
বাঁকে বাঁকে জল
এঘর ওঘর
সকাল থেকে সন্ধে
এ ঘর ও ঘর

কাঁধে দাগ পড়েছে
সূর্যের ছায়ার মত।



পোকা
------------

বেগুন কাঁটা আঙুলে লেগেছে।

বেগুনটি দু ফাঁড়া হতেই
বেগুন--পোকা চেয়ে থাকে, যেন
মায়ের গর্ভ থেকে প্রথম দেখছে আলো।


------১০ ফাগুন ১৪২৮
-----২৩----২----২০২২


ফাগুন বেলা
--------------------
বাঁধাকপি ফুরিয়ে এলো।
ফুলকপি ফুরিয়ে এলো।

রোদ বাড়ছে তরতরিয়ে

ধানক্ষেতের শুকনো আল
শুয়ে আছে ছোট ভাইয়ের মতো।

সবজি বাড়িতে জল ছিটছে মরদ
কথা বলছে কিশোরী কন্যা

পালং শাকের শিষ।



নিমকাঠি
--------------

নিম কাঠিতে সেলাই হয়ে থাকে
শাল পাতার সঙ্গে শাল পাতা।

নিম কাঠি খুঁজছে একটি মেয়ে।

পড়ন্ত বেলা
গাছগাছালির আলো ছায়া।

নিম কাঠি জড়ো করছে একটি মেয়ে।

পাখি ও পাতা উড়তে উড়তে দেখছে
নিম কাঠি গোঁজা আছে,

মেয়েটির কানের ছেঁদায়।


-----১১ ফাগুন ১৪২৮
-----২৪----২----২০২২



বাগাল
------------

সজনে শাক সেদ্ধ হলেই
শাকে--মাড়ে আহার করবে
এই সকাল।

এই সকালই
রোদে রোদে গরু বাগালি করে।



সঞ্চয়
-----------
ভাতের হাঁড়িতে ফেলার আগে
এক মুঠি চাল আলাদা রাখা।

এক মুঠি ঘাম আলাদা রাখা।

অভাবের দিনে
চালে--ঘামে এক হয়ে ফুটে উঠবে।


-----১২ ফাগুন ১৪২৮
-----২৫----২----২০২২



নিম
--------
নিম ফুলের মধু মৌমাছি নিয়ে গেল।

নিম পাতা নিয়ে যাবে কে?

এই ফাগুন--চৈত্রে নিম--বেগুনের ছেঁচকি।



২:
নিম গাছের হাওয়া যেদিক যাচ্ছে যাক।

নিম ডাল ভাঙবে বলরাম।

নিম দাঁতনে প্রতিদিনের সকাল।



গুগলি---শামুক
------------------------
পুকুর থেকে গুগলি কাড়ছে বউ

ভোররাতে।

পুকুর থেকে কাড়ছে বউ

ভোরের শুকতারা।

------১৩ ফাগুন ১৪২৮
-----২৬----২----২০২২



বাঁশবন
-------------
বাঁশ গাছের কচি কচি পাতা
হাওয়ায় দোলে।

বাঁশ গাছের কচি কচি পাতা
ছাগলে টানে।

বাঁশ গাছ থেকে বাঁশি পাড়ে,

একটি মেয়ে।



ছোলা শাক
------------------
ছোলা শাকের ছোট ছোট পাতায়
ছোট ছোট হাওয়া।

ছোলা দানাও বড় হয়ে উঠছে
সবুজ হয়ে উঠছে।

কদিন বাদেই গন্ধ ছড়াবে
ছোলার শাকের আচার।



আয়ু
---------

শাড়ির পাড় ছিঁড়ে সলতে পাকানো

প্রদীপ জ্বালানো

প্রদীপের মুখে সন্তানের আয়ু।


-----১৪ ফাগুন ১৪২৮
-----২৭----২----২০২২
------নির্মল হালদার





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ