অভিমান
---------------
শাড়ির খুঁট ধরে ছেলে কাঁদে পিছু পিছু
হাঁসের পিছনে হাঁসের ছানারা
আদর না অভিমান?
রোদের পিছনে মেঘের ছায়া
লাল শালুকের অভিমানে
রাঙা হয়ে আছে পুকুর।
ঢোল--ধামসা
---------------------
চামড়া ছিঁড়ে গেছে।
ঢোল - ধামসায় আকাশের চামড়া।
ঢোল ধামসা বাজে
মেঘ বাজে
শিরা-উপশিরা বাজে
শরাবন কালিন্দীর হাতে।
-----২৫ ফাগুন ১৪২৮
-----১০----৩-----২০২২
ছিপ
---------
কে মাঠ কে পুকুর
স্পষ্ট লাগেনা।
রাত্রির অন্ধকারে ছিপ ফেলতেই,
ছিপের কাঁটায় লাগে মাঠের পাথর।
উড়ে যায় জোনাকি।
রুটি
---------
রাত্রির অন্ধকারে উনুনের আলো
আবছা মুখ
রুটি বেলছে রুটি সেঁকছে
ফুলে ফুলে উঠছে গোল একটা পৃথিবী।
------২৬ ফাগুন ১৪২৮
-----১১----৩----২০২২
বেলা ফুরিয়ে আসছে
টিফিন বাটি হাতে ঘরে ফিরছে
চাষীর মেয়ে।
তার পায়ের শব্দে নড়ে উঠলো
পালং শাকের শিষ।
মন্দির
------------
দামোদরের বাঁধে ডুবে গিয়েও
মাথা উঁচু করে মন্দিরটি বলছে :
বাঁচাও বাঁচাও-----
এখনো জেগে আছি।
মূল
--------
দুপুর রোদে পুকুরে নেমে
পদ্মের মূল খুঁজছে কালিন্দীর বউ।
দুপুর রোদে পুকুরে নেমে
শিকড় খুঁজছে কালিন্দীর বউ।
------২৭ ফাগুন ১৪২৮
-----১২----৩-----২০২২
ভিক্ষে
----------
হাত পাততে পাততে হাত ঝুঁকে পড়ে
মাটির দিকে।
সজনে শুঁটি দুলতে দুলতে ঝুঁকে পড়ে
মাটির দিকে।
ধুলা মাটির কাছে ভিক্ষে করে।
আলপনা
----------------
শিশু এসে পান করেনি বুকের দুধ
রাস্তায় রাস্তায় ঝরে গেছে বুকের দুধ
রাস্তায় রাস্তায় আলপনা।
------২৮ ফাগুন ১৪২৮
-----১৩----৩----২০২২
পিলসুজ
--------------
পিলসুজ খুঁজে না পেলে
তুমি তো আছো তুমি
মাথায় রাখবে প্রদীপ।
সন্তান
-----------
লাউ কুমড়ার মত বারো মাস
কে বিয়োবে সন্তান?
সন্ধ্যে হলেই অজস্র তারার জন্ম
কে বিয়োয়?
প্রতিদিন?
ফল
-----------------
একটা গাছে কত ফল ফলে
পাখি জানেনা।
আমি জানি।
আমি মায়ের আঠারোতম সন্তান।
------২৯ ফাগুন ১৪২৮
-----১৪-----৩-----২০২২
------নির্মল হালদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন