এই তো আমাদের বর্তিকা।
লাল নীল হলুদ সবুজ প্রজাপতির উড়াল। তার পাখার হাওয়াতে
আমরাও উড়ে উড়ে যাই।
আমরাও রঙিন।
এই তো আমাদের রঙিন বর্তিকা।
চকোলেটে মন নেই। বরং সে
ধুলা মাটি খেলতে ভালবাসে।
বাবার কাঁধে উঠে পড়ে। মায়ের শাড়ির আঁচল ধরে কাঁদে রিনঝিন।
তার দু ফোঁটা চোখের জলে রঙ
ঢেলে তার বাবা ছবি আঁকে।
বর্তিকা ছিঁড়ে ফেলে ছবি।
সে শুয়ে পড়ে ঘাসে। সে
ভয় দেখায় কাকতাড়ুয়াকে।
মা ধরতে গেলে সে চলে যায়
চেয়ারের তলায়।
আকাশ তলেও বর্তিকা
ছুটে বেড়াতে বেড়াতে খুঁজে পায় তার সঙ্গী -------একদল ফড়িঙ।
ফড়িঙের ডানার সঙ্গে নিজের ডানাও বেঁধে নিয়েছে। মাঝেমধ্যে
তার বাবা তার সঙ্গে খেলতে নেমে
মুঠোয় ধরে আকাশ।
বর্তিকা চেয়েছে আকাশের সঙ্গে
মাটি খেলা খেলবে।
আজ বর্তিকার কাছেই প্রাণ তরঙ্গ।
-----১৫ চৈত্র ১৪২৮
------৩০----৩----২০২২
------নির্মল হালদার




















কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন