অবিন বলি আর অবনী বলি
সে থাকবেই কাঁসাই নদীর পারে।
সে যে ভূমিপুত্র। মাহাত পরিবারের সন্তান। চাষি ঘরের ছেলে।
অবিন বলি আর অবনী বলি
সে যে ধান ঝাড়াইয়ে তুলবে
আকাশের আহ্লাদ।
সে ভালোবাসাকে লুকিয়ে ফেলে
আখের ক্ষেতে।
কোথাও প্রকাশ করবে না নিজের অনুভব। অনুভূতি।
অবিন বলি আর অবনী বলি,
সে ভোরের সঙ্গে পাল্লা দিয়ে
ভোর হয়ে ওঠে। ছুটে বেড়ায়
মাঠে মাঠে।
পাখিরা জেগে ওঠে। ডেকে ওঠে:
ওগো---ঘুম ভাঙানিয়া-----
-----১৫ চৈত্র ১৪২৮
-----৩০----৩----২০২২
------নির্মল হালদার











কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন