আমার কবিতা : কাঠবিড়ালির লাফ---১৭
---------------------------------------------------------
আমি তাকে ভালোবাসি।
এও তো এক গল্প।
শিশিরে শিশিরে ছেয়ে গেছে মাঠ।
এও তো এক গল্প।
গাছে গাছে পেকে উঠছে বেল।
এও তো এক গল্প।
এও তো এক কবিতাও।
গল্প থাকলে , কবিতায় গল্প থাকলে কবিতা হবে না-------- একসময় বলেছিলেন এক কবি। আরো বলেছিলেন, প্রায় ব্যঙ্গের সুরে বলেছিলেন----কবিতায় গল্প থাকলে সিরিয়ালের দিকে চলে যায়।
আমার প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য তাহলে কী? পুরাতন ভৃত্য তাহলে কী? হাট তাহলে কী? লিচু চোর তাহলে কী?
নকশি কাঁথার মাঠ কবিতা থেকে গল্প হয়ে, গল্প থেকে কবিতা হয়ে হৃদয়ে যাতায়াত করে।
বিভূতিভূষণের গল্প উপন্যাসের অনেক অংশই কবিতা।
নদী তুমি কোথা হইতে আসিয়াছ?
জগদীশ চন্দ্রের এই বাক্য কবিতা হয়েই ঘুরছে আজও।
পথিক তুমি পথ হারাইয়াছ?
বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা থেকে এই বাক্যটি আমি কবিতা হিসেবেই কাছে রাখি। অথবা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথায় সেই যে শশী বলছে---- শরীর শরীর তোমার মন নাই কুসুম।
আমাদের দৈনন্দিন জীবনযাপনে গল্প উপন্যাসের অনেক পংক্তি শ্লোক হয়ে সঙ্গে থাকে। আমরা প্রয়োগ করি কোনো কোনো ক্ষেত্রে।
কবিতায় গল্প থাকলে কবিতা টিভির পর্দায় সিরিয়ালের দিকে চলে যাবে এই নিদান তো শাসকের। কোনো কবির কাছ থেকে শুনলে কেঁপে উঠি। কোথায় দাঁড়াবো, এই প্রশ্নে ঘুরপাক খেতে খেতে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক থেকে একটি সংলাপ উচ্চারণ করতে হচ্ছে----সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!
কত বাঁধাধরা ছক। মৌলবাদী ধ্যান ধারণা। রক্তচক্ষু নিষেধ তো আছেই ঘর থেকে বাইরে।
একজন মানুষ তার নিজস্ব জায়গায় সৃষ্টির আনন্দে ডুবে থাকতে চাইলেও তাকেও শুনতে হয়, কাঁচির কাঁটা ছেঁড়া। আজ যদি রবীন্দ্রনাথকে শুনতে হয়, তাঁর অনেক কবিতা গল্প হয়ে গেছে, তিনি কি করবেন?
আমি তো বলছি , বলতে চাই----- আমার অনুভব আমার গল্প।
এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
অসম্ভব সুন্দর একটি দৃশ্য। আর দৃশ্যই তো গল্পের দিকে নিয়ে যায়।
যে দৃশ্য সুন্দরতাকে কবিরা বলছেন, চিত্রকল্প। কবিতা তো তাই, চিত্রকল্পের পর চিত্রকল্প।
কবিতার সৌন্দর্য।
সেই সৌন্দর্যের বিভা গল্প কাহিনীতেও থাকে। রামায়ণ মহাভারতেও আছে। গীতায় আছে।
কথামৃত রামকৃষ্ণের বাণী নয়। একটি কাব্যগ্রন্থ। ওই গ্রন্থ থেকেই অমোঘ একটি পংক্তি------ যত মত তত পথ।
এখানে পন্ডিত ও সমালোচকের দৃষ্টিকে, কোন কোন কবির দৃষ্টিকেও করুণা করতে ইচ্ছে করে। এঁরা মহাজীবনের দিকে তাকিয়ে বলতে পারলেন না----- জীবন এত ছোট ক্যানে?
-----২৯ কার্তিক ১৪২৯
----১৭---১১---২০২২
----নির্মল হালদার
আরও পড়ুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন