বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

আমার কবিতা : কাঠবিড়ালির লাফ---৩



আমার কবিতা : কাঠবিড়ালির লাফ---৩
------------------------------------------------------

রামপ্রসাদের লেখা গানগুলি
কবিতা নিশ্চয়ই। একথা উচ্চারণ করার পরেও আমি বলছি না,
কি চমৎকার আঙ্গিকে লেখা। নতুন এক ছন্দের লেখা।

রামপ্রসাদী গানগুলি মনে মনে শুধু অনুভব করার চেষ্টা করছি।

ছন্দ নিয়ে প্রকরণ নিয়ে আজকের পাঠকরা যতই চেঁচামেচি করুক, কালের বিচারে ছন্দ ও প্রকরণ 
থাকেনা। থাকে শুধু, আমার উচ্চারণ। আমার ব্যথা ও বেদনা।
আমার বিরহ। আমার আর্তি।

আমার বেঁচে থাকার ভাষা।

আমার বাংলা ভাষা তো দরিদ্র নয়, আমার ভাষাতেই আমার অভিজ্ঞতা আমার উপলব্ধি প্রকাশ করে যাচ্ছি , তা যদি কবিতা হয়
তবে কবিতাই। তা যদি গদ্য হয়
তবে গদ্যই।

আমি আমার সততা থেকে সত্যকে রেখে যাচ্ছি আগামী দিনের জন্য।

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
স্বাভাবিক এবং সুন্দর। এই সৌন্দর্যকে ব্যাহত করেনি কোনো
কৃত্রিমতা।

শিল্প গড়ে ওঠে জীবনকে কেন্দ্র করেই। এজন্যেই রামকিঙ্করের সাঁওতাল পরিবার নিত্য নতুন হয়ে থাকে। রবীন্দ্রনাথের গীতবিতান
প্রতিদিন  নতুন নতুন করে ধরা
দেয় বলেই,গীতবিতানের কথা
শ্লোক হয়ে ওঠে। বেঁচে থাকার শক্তি জোগায়।

শিল্প তো শক্তিরও প্রকাশ।

-------১৩ কার্তিক ১৪২৯
------৩১----১০---২০২২
-------নির্মল হালদার




আরও পড়ুন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ