আমার কবিতা : কাঠবিড়ালির লাফ--১২
-------------------------------------------------------
আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
বন্দে আলী মিঞার এই কবিতার প্রথম দুই পংক্তি আজ উল্টে পাল্টে গেলেও সেই সময় কবি যা দেখেছিলেন, লিখে গেছেন সহজ ভাষায়।
সহজ কথা তো সহজ নয়, কবি সহজকে পেয়েছিলেন অন্তর থেকেই, এজন্যেই লিখতে পেরেছিলেন "আমাদের গ্রাম " এর মতো একটি কবিতা। যদিও কবিতাটিতে যে ছবি আমরা দেখতে পাই, তা একদিন স্বাভাবিক ও সুন্দর ছিল বলেই,
কবিতাটিও সুন্দর।
আজকের মানুষ সেই অতীতকে দেখেও যদি সত্যের কাছে সহজের কাছে যেতে পারে, আমাদের সমাজের চেহারাটাই পাল্টে যাবে নতুন করে।
এখানে সুনির্মল বসুর একটি কবিতার উল্লেখ করতে পারি। যে সময় তিনি বলছেন----
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাইরে,
কর্মী হবার মন্ত্র আমি,
বায়ুর কাছে পাইরে।
মানুষ তো মানুষের কাছে শিক্ষা নিয়ে থাকে। যা বাস্তব। এখানে তিনি আকাশের কাছে, বায়ুর কাছে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাইছেন। অর্থাৎ পাঠ নিতে বলছেন প্রকৃতির কাছে। কেন না, মানুষ তো প্রকৃতির একটি অংশ।
এও বলা যায়, কবিরা নিজেই প্রকৃতি। সেই উপলব্ধি হয়নি বলেই, এত হিংসা হানাহানি।
প্রতিযোগিতা।
কবিও প্রতিযোগি। এগিয়ে যেতেই হবে। ধ্যান নয় সাধনা নয় কেবল প্রতিযোগিতা। প্রতিদিন খবরে থাকতে হবে। প্রতিদিন বিখ্যাত হয়ে থাকতে হবে।
প্রকৃতির দিকে তাকিয়ে থাকার অভ্যেস কোনো ভাবেই রপ্ত করতে পারেনি। এই কবিরা কিংবা কবিতা লেখকরা পাঠকদের কাছে কী স্বপ্ন হাজির করবেন?
আজকের কবিদের প্রকৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই কারণেই, কবিতার ভাষাও সহজ হয়ে আসেনি।
কঠিন কি হতে পেরেছে?
কঠিন হতে গেলেও সাধনা লাগে।
যে কঠিন সে কোমলও।
মাটির কাছে পাঠ নিতে গেলে, সোনা রূপা লোহা তামার কাছেও পাঠ নিতে হয়।
স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ নিতে নিতে ও সাধারণ মানুষের কাছেও শিক্ষা । আবশ্যিক।
সবজিওয়ালা ফলওয়ালা, মুটে মজুরের কাছেও অনেক কিছু শেখার থাকে। এক একটি জীবন এক একটি ইতিহাস। উপেক্ষা করলে, অসম্পূর্ণ থেকে যাবে কবিতার ভূমি।
বিশ্বজোড়া পাঠশালা মোর
সবার আমি ছাত্র----
এই বোধের কাছে পৌঁছতে না পারলে, একটি থালা থালাই থেকে যাবে, কোনোদিন ঝকঝকে হবেনা।থালাটিকে ঝকঝকে রাখতে হলে তার সঙ্গে সম্পর্ক করা আগে দরকার। তবেই, থালাতে আসবে ধোঁয়া ওঠা ভাত। এবং যে হাঁড়িতে ভাত ফুটছে, তার ব্যবহার তার ধর্ম জানাটাও দরকার বৈকি।
কবিতা লেখা নয়, কবিতার চর্চা।
কবিতা লেখা নয়, কাব্য সাধনা।
কাব্য সাধনার অর্থ সহজ জ্ঞান।
সহজের কাছে যাওয়া।
------২৪ কার্তিক ১৪২৯
-----১১--১১---২০২২
-----নির্মল হালদার
আরও পড়ুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন