৪৭.
বকের ঠোঁট থেকে মাছ পড়ে গেলে
আমি দৌড়ে যাই-------
সারাদিনের আহার ফিরিয়ে দিতে পারলে
বকের শান্তি
আমার ভূমিকায় আমারও স্বস্তি
বকের পক্ষ নিতে পেরেছি। কালকেও
বকের দিকে থাকবো। যদি বকের ধ্যান
আমারও ধ্যান হয়।
৪৮.
বাঁশির ছিদ্রে ধুলোবালি ঢুকলেও
বাঁশি বলবে তার বিরহ।
বিরহ, অনেক দূরের দুঃখ। নিকটে এসে
কান্না ঝরায়
কান্না উথলে পড়া আলো।
আলো দুহাতে জড়ো করি, যদি পাই
চালের কণা।
-----১০ বৈশাখ ১৪২৮
-----২৪-----৪----২০২১
৪৯.
জোনাকিরা মালা গাঁথে
জোনাকিরা উড়ে উড়ে আলোর মালা গাঁথে
মালাও কী উড়বে?
কে পরবে মালা?
আঁধারের গলায় মালা উঠলে,
তুমি পারবেনা খোঁপায় জড়াতে।
গাছের গলায় মালা উঠলে,
তুমি পারবেনা হাতে জড়াতে।
জোনাকিরা উড়ে উড়ে চাঁদের পাশে
বাসা বাঁধতে চায়। ভালোবাসতে চায়
আকাশের দীপ।
৫০.
পাখির পা থেকে ছড়িয়ে পড়ছে রেণু
প্রকৃতির বিষয়
প্রকৃতির কাছে থেকে যায়।
যে কথা বলছিলাম কাল
শুনতে পাবে আজও
বাতাসে কান পেতে শোনো। শোনো,
আমার পায়ের শব্দ থেকে যায়
রাস্তার গভীরে।
----১২ বৈশাখ ১৪২৮
----২৬---৪---২০২১
----নির্মল হালদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন