৩৫.
একটি তারা থেকে আরেকটি তারার দূরত্ব?
আমি হেঁটে যাই
প্রশস্ত পথ
কোনো মানুষ নেই গাছপালা নেই, কেবল
তারার নিঃশ্বাস, নিঃশ্বাসের আলো
আমি মুঠো করি। আমি হেঁটে যাই
অজস্র তারার মাঝে আমি একলা আলো
৩৬.
একটি তারা আরেক তারার পিছনে ছুটছে।
কী আছে তারার সঙ্গে? একটি তারা
আরেক তারার পেছনে ছুটছে। কেউ কাউকে ছুঁতেও পারেনা
চন্দ্র-সূর্য স্থির হয়ে দেখছে, একটি তারা
আরেক তারার পেছনে ছুটছে। কার সঙ্গে যে
কী কথা কী সুর? কেউ মুখোমুখি দাঁড়াতে পারে না। শুধু
একটি তারা আরেক তারার পেছনে ছুটছে।
অবিরাম।
---২৮ চৈত্র ১৪২৭
----১১---৪---২০২১
৩৭.
একটা সুর্যের পাশে যদি আরেকটা সূর্য বসাই?
একটা গাছের পাশে আরেকটা গাছ
মানিয়ে গেছে চিরকাল। আরেকটা সুর্যের পাশে
আরেকটা সূর্য মানাবে?
পুরনো মানুষের পাশে নতুন মানুষ
মানিয়ে গেছে চিরকাল। পুরনো সুর্যের পাশে
নতুন সূর্য মানাবে?
আলোর স্রোতে আমি প্রাণ ঢালছি।
-----১ বৈশাখ ১৪২৮
-----১৫-----৪----২০২১
৩৮.
মাথার ভিতরে জ্বলছে একটি তারা
সেই তারার আলো
লোমকূপ থেকে বাইরে আসছে
ধবধবে হয়ে উঠছে পথঘাট
আমি ছুঁতে পারি শিকড়ের অন্ধকার
লালন করতে পারি আমার সম্পর্ক।
৩৯.
ছায়া থেকেও আলো আসে
ছায়াটা সকালের।
সকাল, জড়িয়ে থাকা আলো।
ফুলের গন্ধে জেগে ওঠা আলো।
মানুষ গন্ধেও জেগে উঠেছে।
মানুষের জাগরণ মানুষের ইতিহাস
আমি সেই পথ ধরে হাঁটছি।
-----৫ বৈশাখ ১৪২৮
----১৯----৪----২০২১
-----নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন