মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

একতারার একটি তারে / নির্মল হালদার


একতারার একটি তারে//

অন্ধের আঙুল//


সোনার কাঠি রুপোর কাঠি নেই
অন্ধের আঙুল ছুঁয়ে যাবে ধুলামাটিশিকড়

জেগে উঠবে অন্ধকার।


চোখ//


ঘোড়ার পিঠে হাওয়া আসছে।

হাওয়া,
কোন্ রাজকন্যার মুছিয়ে দেবে চোখ?
কোন্ ঘুঁটে কুড়ানির মুছিয়ে দেবে চোখ?

হাওয়া এসে দাঁড়ালো তুলসী তলায়

প্রদীপ জ্বলছে।

দু হাত আড়াল করা প্রদীপের আলো
আমার দুখিয়ার চোখ।


------১৮ অগ্রহায়ণ ১৪২৮
-----৫----১২----২০২১



ভার//


গাছের কাঁধে আকাশের ভার

আর কী কাঁধ নেই একটাও?

নামাও নামাও এই ভার
পাতার ফাঁকে আকাশের রঙ দেখতে হবে না

নামাও নামাও এই ভার
গা--ঝাড়া দিয়ে উঠবে গাছ।


হাতিয়ার//


ছুঁচটা ভেঙ্গে গেছে

রাজার বেটা রাজা ধার দেবে ছুঁচ


কাঁথা কানি কি সেলাই করা যাবে?

রাজার ছুঁচে যদি মরচে থাকে?

রাজার ছুঁচ যদি আঙুলে ফুটে যায়?

দশটা আঙুলই তো আমার হাতিয়ার।


ভয়//


আলো নিভে গেলে জোনাকিরা যায় চন্দ্র সূর্যের কাছে।

চন্দ্র-সূর্য নেই, শুধু ভয়।

ভালোবাসা নেই, শুধু ভয়।

হাওয়া ছুঁতে গেলেও ভয়, শুধু ভয়।

শিশিরের ঝলকে আগুন ওঠে।


------১৯ অগ্রহায়ণ ১৪২৮
------৬----১২----২০২১


থালা
----------

শূন্য থালা বাজতে বাজতে উঠে গেল উপরে

কার থালা? কোন্ ভিখারির থালা?

যদি এক থালা তারা আসে, সুগন্ধ ছড়ায়?
কার মুঠিতে উঠবে? কার মুখে?

চারদিকেই তো ভিখারি

আমারও ভিখারি জীবন।


আলোবাসা
------------------

পায়রার টংয়ে কে খুঁজছে হাওয়া?

কে খুঁজছে পায়রার পাখার হাওয়া?

আছে তো আরো কোকিলের হাওয়া

আছে তো আরো কাকের হাওয়া

আরো এক ঠাঁই আছে আঁচলের হাওয়ায়

আরো এক ঠাঁই আছে আলোবাসায়।


শিকড়
-------------

মাটির অনেক দুয়ার আকাশে অনেক জানলা

দুয়ারে দাঁড়িয়ে থাকে প্রিয়জন
জানলায় প্রিয় মুখ।

সকলের হাসি লতিয়ে লতিয়ে সবাইকে বাঁধে

সবাইকে বাঁধে শিকড়ের প্রবাহে।


-------২০ অগ্রহায়ণ ১৪২৮
------৭-----১২-----২০২১
-------নির্মল হালদার







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ