৪০.
সকাল যে কার কাছে আসে
কার সঙ্গে কি সম্পর্ক, কে সাড়াশব্দ করে
সকাল তো বলে না।
চুপচাপ রোদের কিনারায় দাঁড়াবে অথবা
উষ্ণতা ছড়াবে মাধবীলতায়।
আমার খেয়াল করেনা।
আমিতো সকালের আগেই এসেছি
শুকতারা বলতে পারবে, কি ছিল আমার চোখে। বুক থেকে কী উঠেছিল কোনো প্রার্থনা? দূরে কোথাও বাজছিল ঘন্টা
আমার কেবল স্তব্ধতা।
-----৬ বৈশাখ ১৪২৮
----২০----৪----২০২১
৪১.
একটা দিন আমার সঙ্গে কী নিয়ে থাকবে?
আমি কী আকাশ টাঙ্গাই
আকাশ তলে দাঁড়িয়ে থাকবে?
আমি তো সারি সারি ছায়া গাঁথিনা
আমার নিজের ছায়াও ছোট
আমার সঙ্গে কী নিয়ে থাকবে?
আমার আহার আমার স্বপ্ন
আমার অপমান আমার লজ্জা
পছন্দ কী করবে আজকের এই দিন?
৪২.
আমার নিঃশ্বাস সরল হলেও
আমার নিঃশ্বাসে কী ফুটবে চাঁদের গরিমা?
অমাবস্যায় চাঁদের উদয় হলে
আমার গায়ে পড়বে ফুলের রেণু
মৌমাছির পা থেকে পড়বে ফুলের রেণু
আমার নিঃশ্বাস দীর্ঘ হলে
নিঃশ্বাসের পথ ধরে আসবে মেঘ ও রৌদ্র
-----৭ বৈশাখ ১৪২৮
-----২১----৪----২০২১
৪৩.
লতিয়ে ওঠা ডালে ডালে লাউ কুমড়া
কার অপেক্ষায় আছে কে নিয়ে যাবে?
যেতে কী হবেই? কতদূর যাওয়া?
তাল পড়ছে পুকুরের জলে
কোথায় যাচ্ছে শব্দ?
বুকের শব্দের মত নির্জন শব্দ
লাউ কুমড়ার ভেতরে, বীজ
বাইরে আসতে চায়।
৪৪.
যে গর্ভধারিনী অজস্র তারার জন্ম দিয়েছে
সে আমার মাকে চেনে না।
আমার মা--ও ছিল আঠারো সন্তানের জননী।
আমি মায়ের আঠারোতম সন্তান।
আমার কপালে কয়েকটা দাগ
তারার মত ভাই-বোনেরা আমার সঙ্গে
খেলতে খেলতে আঁচড়ে দিয়েছে।
সেই থেকে
আমার কপালেও আলো জ্বলে।
----৮ বৈশাখ ১৪২৮
----২২----৪----২০২১
৪৫.
কে আগে ডানা মেলবে সূর্য না পাখি?
এই তর্কে আকাশের টানাপোড়েন।
সে কী নেমে আসবে নিচে?সে কী
মাঠের সঙ্গে মাঠ হয়ে যাবে?
মেষপালক খোঁজ করবে ঘাসের?
ঘুমিয়ে থাকা শিশু কেঁদে উঠতেই
কেটে গেল ভোরের আঁধার
৪৬.
উটের পায়ে পায়ে মরুভূমি উঠে এসেছে
বালিঝড় কী ঢেকে ফেলবে আমার মুখ?
আমি কাঁসাইয়ের পারে থাকি
সর্বদা শুকনো মুখ, তারপরেও
উটকে ফিরিয়ে দেবোনা।সেও থাকবে
আমাদের সঙ্গে
আত্মীয় আনন্দে।
-----৯ বৈশাখ ১৪২৮
-----২৩----৪----২০২১
------নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন