শুক্রবার, ১৮ জুন, ২০২১

কবিতা / নির্মল হালদার






কবিতা / নির্মল হালদার


১০৯.
সূর্যের প্রথম কিরণ নবজাতকের মতো
আমার কোলে এসে হেসে-কেঁদে ওঠে।
হাসি-কান্নার কোমলতায় পশুপাখির যাত্রা শুরু।
কীটপতঙ্গের যাত্রা শুরু।

খাদ্য সন্ধানে যাবে।

আমিও হাসি কান্নার আলোয় চোখ ধুই।
আমার মনের কালিমা ধুই।

আমিও সন্ধান করবো, কোথায় পড়েছে 
তোর পায়ের ছাপ।


১১০.
পাখির সুর ধরে ধরে
আমিও পাখিদের সঙ্গে
সকালবেলা।
যদি সুরের মতো আহার খুঁজে পাই

আমার মুক্তি পাই

আমার মুক্তি মানুষের কাছেও।

মানুষের হাত ধরে ধরে
আমিও মানুষের সঙ্গে
সারাদিন।
যদি মানুষের মত মানুষ খুঁজে পাই

আমার মুক্তি পাই।


-----২৯ জ্যৈষ্ঠ ১৪২৮
-----২৯----৬----২০২১


১১১.
সারাদিন মাটিতে দাঁড়িয়ে মাটির দিকে হাত বাড়াই

মাটি বিধ্বস্ত মাটি বিষণ্ণ
মাটি আক্রান্ত

এক বিঘা জমি কি আমার মাটি?
দু বিঘা জমি কি আমার মাটি?

শুধু পায়ের তলার মাটি আমার মাটি
আমার দেশ

একই হাঁড়িতে ফুটছি সবাই।



১১২.
আজ ফুটেছে ফুল চারদিকে---সোঁদা গন্ধ।

আবার এসেছে আষাঢ়

আবার আসবি না তুই?

বৃষ্টির ফোঁটা ধরে ধরে
আবার আসবি না তুই? তুই যে নিজেই মাটি
বৃক্ষরোপণের মত রোপন করবি আমাকে

আমার বিরহ বর্ষায়।


----৩০ জ্যৈষ্ঠ ১৪২৮
----১৪---৬---২০২১



১১৩.
ওইখানে এক পাথর পড়ে আছে।

পাথরের কী বয়স কী নাম
আমার জানা নেই। পাথর কী বলতে চায়
আমার জানা নেই। আমি শুধু দেখছি,
ওইখানে এক পাথর পড়ে আছে। একা।

আমি পাথরের কাছে দু'দণ্ড দাঁড়াই।


১১৪.
একটা চড়ুই এসেছে।

আমার শৈশব এসেছে।

কে দেখবে আমার শৈশব?
কে আদর করবে আমার চঞ্চলতা?

একটা চড়ুই এসেছে।

আজ আর দুধ জল নেই। শুধু
মাড় পানি। আজ আর খেলা নেই। শুধু
মেঘের পরে মেঘ

আমি মেঘের ভিতরে যাই 
শৈশবের কান্না খুঁজতে।


-----৩১ জ্যৈষ্ঠ ১৪২৮
----১৫----৬----২০২১


১১৫.
আকাশ জুড়ে আষাঢ় এসেছে।

আকাশ জুড়ে আমার আত্মীয়তা।

আকাশ জুড়ে ভিজছে আমার আত্মীয়তা
আমার মন
আমার জন্মের এই সকাল


আষাঢ়েও জন্ম আমার
শ্রাবণেও জন্মদিন।
একটি ভেজা কাকের কাছেও আমার জন্ম কথা

আকাশ জুড়ে মেঘের ডাক

আমি যাই।


----১ আষাঢ় ১৪২৮
----১৬---৬----২০২১


১১৬.
কেন যে ওইখানেই একটা গাছ
কেউ বলতে পারে না।
কেন যে গাছ তলায় উই ঢিবি
কেউ বলতে পারে না। কেবল
বাঁশ বনের পথে চলে যায় সবাই।

ধুলোমাখা শিশু হেসে উঠছে।



১১৭.
দু' পায়ে ধরা আছে একটি ডুমুর
চেয়ে আছে কাঠবিড়ালি।

কে প্রেম ডুমুর না কাঠবিড়ালি?

ডুমুর মাটিতে পড়লে কে নিয়ে যাবে?

ডুমুর ফেটে পড়লে অজস্র বীজ
অজস্র মুখের আলো

আমারই বংশের ধারা

প্রবহমান।


-----২ আষাঢ়১৪২৮
-----১৭----৬----২০২১



১১৮.
প্রজাপতির সঙ্গে রঙের বিনিময় করি

আমার গায়ের রঙ কালো

আমার মন ছিটিয়ে দিই।
আমার মন রঙে রঙে ভরপুর। উজ্জ্বল।

আমার উজ্জ্বলতা ছিটিয়ে দিই
আমার উদ্দীপনাও

যা আমি মানুষের কাছ থেকে পেয়েছি।



১১৯.
আমার বাড়ি যে সকলের বাড়ি
এ কথা বলতে দেরি হয়ে গেল।
সূর্যোদয়ের পরেই আমি যে এসেছি
এ কথা বলতেও দেরি হয়ে যায়।

সকলের মাঝে আমার ঠিকানা
কবে আর বলবো। কবে আর কাছে যাব
ওই যে পড়ে আছে ভাঙ্গা প্রদীপ
জোড়া লাগাতে হবে। জ্বালতেই হবে,

বিরহ বর্তিকা।


-----৩ আষাঢ় ১৪২৮
-----১৮/৬/২০২১
-----নির্মল হালদার







ছবি : তপন পাত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ