মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

পাহাড়তলির মাঠ / নির্মল হালদার

পাহাড়তলির মাঠ / নির্মল হালদার



৯৬.
আর কতদিন বাকি আকাশ আসতে

বেলা বয়ে যায়।

আর কতদিন বাকি পাখি আসতে

বেলা বয়ে যায়।

আর কতদিন বাকি প্রাণ আসতে

বেলা ডুবে যায়।



৯৭.
নদী পারে বালি অজস্র বালি
ঝুরঝুর করে

নদী বয়ে যায় কালো জল বয়ে যায়

নদী পারে বালি অজস্র বালি
ঝুরঝুর করে

আলোর কণা ঝুরঝুর করে।



৯৮.
ঘরামি ঘর ছাইছে

এক আঁটি খড় দু আঁটি খড় তিন আঁটি খড়
চার আঁটি খড়ে,

ঘরামি ঘর ছাইছে।

এক আঁটি খড় দু আঁটি খড় তিন আঁটি খড়
চার আঁটি খড়ে পাঁচ আঁটি খড়ে,

ঘরামি ঘর ছাইছে।

ঘরামির মুখে হাসি ,খড়ে খড়ে বাঁধছে।


--------১২ অগ্রহায়ণ ১৪২৮
------২৯-----১১----২০২১


৯৯.
পুকুরে যায় হাঁসের দল

একটি হাঁস দুটি হাঁস তিনটি হাঁস

পুকুরে যায়।


হাঁসের পায়ের ধুলো ছাপ রাস্তায় রাস্তায়

পুকুরে যায় হাঁসের দল।

পুকুরের জলে বীণা বাজে।

গেঁড়ি--গুগলির কান্নার সুর।



১০০.
দেয়ালে মাটি লেপছে পাঁচটি আঙুল।

দেয়ালে গোবর লেপছে পাঁচটি আঙুল।

দেয়াল চিনলেও আঙুল চিনবো না।

দেয়ালে মাটি লেপছে পাঁচটি আঙুল।

দেয়ালে গোবর লেপছে পাঁচটি আঙুল।

দেয়াল চিনলেও আঙুলের রেখা চিনবোনা।

হাতের ছাপ চিনবোনা।


-------১৩ অগ্রহায়ণ ১৪২৮
------৩০----১১----২০২১


১০১.
চাষী বাঁধছে আল

জমি তৈরি হবে।

চাষী বাঁধছে আল

জমিতে ফসল হবে।

আলপথও তৈরি হবে।

অনেক দূরের পথ
অনেক কাছে আসবে।
অনেক দূরের শব্দ
অনেক কাছে আসবে।

পায়ে পায়ে ঠিকানাও আসবে।



১০২.
বক জানে কোন্ জলাশয়ে মাছ আছে।

মাছ জানে কবে আসবে কখন আসবে বক।

জলাশয় জানে, মাছের সাঁতার।

হাওয়া সব জানে, সে তলে উপরে ঘুরে বেড়ায়।



১০৩.
চাঁদের গায়ে চাঁদ না লাগলেও
জলের গায়ে জল লেগেছে।
চাঁদের গায়ে চাঁদ না লাগলেও
হাওয়ার গায়ে হাওয়া লেগেছে।

চাঁদের গায়ে চাঁদ না লাগলেও,

মাটির গায়ে মাটি লেগেছে।

মনের পরশ লেগেছে।


------১৪ অগ্রহায়ণ ১৪২৮
-----১----১২----২০২১



১০৪.
দেয়াল বেয়ে উঠছে পুঁইলতা

পুঁই পাতার সবুজ থেকে কথা

কার কথা যে বলছে?
কাদের কথা যে বলছে?

দেয়াল বেয়ে উঠছে পুঁই লতা

লতায় পাতায় জড়াবে কার সংসার?



১০৫.
শূন্য হাঁড়ি

কালি লাগা শূন্য হাঁড়ি

কবে ফুটেছিল জল?

কবে উথলে উঠেছিল হৃদয়?

কে শুনেছিল হৃদয়ের কথা?

কে শুনবে হৃদয়ের কথা?

হাঁড়ির ভিতরে হাঁড়ির ব্যথা

একা।



১০৬.
দেয়ালে বটচারা

ইশারা করছে।

কাকে ইশারা করছে?

দেয়ালে বট চারা।

ইশারা করছে।

আকাশ অনেক দূরে
মাটি নিকটেই।
কাকে ইশারা করছে?
কে আসবে?

দেয়ালে বট চারা

একমুঠো।


-----১৫ অগ্রহায়ণ ১৪২৮
-------২-----১২-----২০২১


১০৭.
জলে জলে শ্যাওলা জমেছে,

উঠোনে।

কে দাঁড়াবে উঠোনে?

জলে জলে শ্যাওলা জমেছে,

উঠোনে।

কে তুলবে শ্যাওলা?

পিছলে পড়তে পারে
হাত না পেতেই পারে
বুক না পেতেই পারে

জলে জলে শ্যাওলা জমেছে,

সবুজ শ্যাওলা।



১০৮.
নিজেকে মেলে দিয়েছে রোদের দিকে,

জবা ফুলের পাপড়ি।

স্বপ্ন নেই আকাঙ্ক্ষা নেই, শুধু

নিজেকে মেলে দিয়েছে রোদের দিকে,

জবা ফুলের পাপড়ি।

কথা নেই শব্দ নেই, শুধু

নিজেকে মেলে দিয়েছে রোদের দিকে,

নীরবতার দিকে।


-----১৬ অগ্রহায়ণ ১৪২৮
-----৩----১২----২০২১


১০৯.
প্রদীপ জ্বলছে।

হাওয়া এলে, কেঁপে কেঁপে ওঠে।

প্রদীপ জ্বলছে।

হাওয়া এলে, কেঁপে কেঁপে ওঠে,

প্রদীপ শিখার মায়া।



১১০.
গাছের গায়ে হেলে পড়েছে গাছ

গাছ জানে না, কে কেঁদ কে পিয়াল


নদীর গায়ে হেলে পড়েছে নদী

নদী জানে না, কে কাঁসাই কে শিলাই।

গাছের গায়ে হেলে পড়েছে গাছ

গাছ জানেনা,কে প্রেম কে পরিণয়।

নদীর গায়ে হেলে পড়েছে নদী

নদী জানেনা, কে প্রেম কে পরিণয়।



১১১.
ধানের আঁটি বাঁধছো
কে গো তুমি,আমাকেও বাঁধছো?

কে গো তুমি,আমাকেও বাঁধছো?

বন্ধনে মুক্তি আছে জানি
আমারও মুক্তি আছে জানি

কে গো তুমি, সকল ব্যথা বাঁধছো?


-------১৭ অগ্রহায়ণ ১৪২৮
-------৪------১২-----২০২১
------নির্মল হালদার





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ