বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

আমার কবিতা : কাঠবিড়ালির লাফ---১৯



আমার কবিতা : কাঠবিড়ালির লাফ---১৯
--------------------------------------------------------

কোনো গাছ না থাকলেও তুলসী গাছ থাকবেই ঘরের উঠোনে। ঘরের মা কাকিমারাও স্নান করে প্রথমেই তুলসী গাছে জল। তারপর নিজে জল গ্রহণ করবে।

তুলসী মঞ্চ কিংবা তুলসী থান যে কোনো পরিবারেই একটি বিশেষ জায়গা। সন্ধে হলেই তুলসী থানে একটি প্রদীপ। কেউ কেউ প্রদীপ না দিয়ে ধূপ জ্বালিয়ে দেয়।

বিশেষ করে গ্রামীন এলাকায় এই ছবি। প্রতিদিন। নগর জীবন থেকে দূরে চলে গেলেও তুলসী গাছ আছে। থাকবেও। বাঙালি মননে। বাঙালির ঘরে ঘরে।

নিম্নবর্গ বাঙালির ঘরেও তুলসী গাছ অবশ্যই। মাহাত ঘরে কোনো বিগ্রহ নেই। পূজা পাঠের আড়ম্বর নেই।কিন্তু তুলসী গাছ আছে। তুলসী থানের কাছেই মাহাতরা মনসা পূজায় হাঁস বলি দিয়ে থাকে।

অনেক পরিবারেই উঠোন নেই। তুলসী মঞ্চ নেই। অথচ তুলসী গাছ আছে একটি মাটির পাত্রে অথবা একটি ভাঙ্গা বালটিতে।

তুলসী গাছ বাংলার ঘরে ঘরে কী ভাবে প্রবেশ করলো, তুলসী গাছ কোন্ সংস্কৃতির ফসল আমি ইতিহাস ঘাঁটতে চাইনা। শুধু বলবো, উল্লেখ করতেও চাই------ তুলসী গাছ একটি ভেষজ গাছ। কোনো শিশু সর্দি কাশিতে আক্রান্ত হলে তুলসী পাতা মেড়ে মধু মিশিয়ে শিশুকে খাওয়ালে, নিরাময় আসে।

আমাদের সমস্ত পূজাতে, শুভ অনুষ্ঠানেও তুলসী পাতা লাগবেই। তুলসী পাতা ছাড়া পূজা হবে না। তার ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে, আমি সেদিকে যাবোনা। আমি শুধু তুলসী গাছের কাছেই থাকতে চাই। যে গাছ সম্পর্কে আমার মায়ের একটি কথা মনে পড়ে। মা বলতো-----তুলসী গাছ ছোট হলেও গাছ।

হ্যাঁ , গাছটি ছোট হলেও মনোরম। নিজের মতো করে একা একা থাকে।কোনো গাছের পাতা কালো। যার নাম , কৃষ্ণ তুলসী। যে গাছের পাতা সবুজ, সে হলো,
রাধা।

একসঙ্গে দুটি তুলসী গাছ কোনো উঠোনেই দেখা যায় না। যেকোনো একটি, রাধা কিংবা কৃষ্ণ।

বিরহে থাকতেই হবে।

বিরহ মানুষের কাছে প্রিয় একটি বিষয়। তুলসী গাছ গল্প উপন্যাসেরও বিষয়। সৈয়দ ওয়ালিউল্লাহর একটি উপন্যাস----তুলসী গাছ।

আলোক সরকারের কাছ থেকে পেয়েছি একটি কবিতাও। কবিতাটি এই-----

ও তুলসী গাছ, ও তুলসী গাছ, শুনছ
আমরা এবার চলে যাচ্ছি। মালঞ্চ
কত দুঃখে কষ্টে ভরা
তুমি একা কী করে থাকবে খরা
বৃষ্টির দিনে? ও তুলসী গাছ, তুলসী গাছ।

হেমন্ত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতাও পড়ে নিতে পারি-----

অন্ধকারকে জাগালো
তুলসী তলার আলো।

অনঘ হাওয়ায়
উড়ে চলে যায়
মরণের স্তব্ধ উত্তরীয়।

এই আলো , রমণীর,
তাই, সন্ধ্যা রমনীয়।

বাঙলা কবিতার মানচিত্র বটগাছ। বাংলা কবিতার মানচিত্র তুলসীগাছও। তুলসী গাছের ছোট ছোট হাওয়া বাঙালি জীবনের ছোট ছোট সুখ দুঃখ। নিকটেই আছে। স্পর্শ পেয়েও টের পাই না। হেমন্ত বন্দ্যোপাধ্যায়ের মত বলতে পারি-----

অন্ধকারকে জাগালো
তুলসীতলার আলো।

ওই আলো হৃদয় থেকে জেগে ওঠা আলো। জেগে ওঠা প্রার্থনা।

------২ অঘ্রান ১৪২৯
-----১৯---১১---২০২২
-----নির্মল হালদার





আরও পড়ুন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ