বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

আমার কবিতা : কাঠবিড়ালির লাফ--২০



আমার কবিতা : কাঠবিড়ালির লাফ--২০
-------------------------------------------------------

ঘর বাইরে যাবে। বাহিরও ঘরে আসবে। এতো সুখের কথা। গৌরবের কথাও। যদি দেখা যায় পর হয়ে যাচ্ছে আপন, আপন হয়ে যাচ্ছে পর? এতো দুঃখের কথা। অভিমানের কথাও।

নিম গাছের শিকড় ছিন্ন হয়ে গেলে, নতুন করে নিমাইকে পাবো না। ওক গাছের তলায় কোন্ নবজাতকের মুখ দেখবো?

এই বেহুলা বাংলায় কলার ভেলা ভাসবে না আর।লখিন্দরের আয়ু ফুরিয়ে গেলে আম জাম কাঁঠাল শেষ হয়ে যাবে।

চাঁদ বেনে সওদাগর একা হয়ে যাবে আরো। অভিমানে অভিমানে কালো হয়ে যাবে আকাশ।

নক্ষত্র ফুটবে?

নয়নে কাজল দেখে শ্রীকৃষ্ণের প্রতি রাধার অভিমান আর কি দেখা যাবে?

বৈষ্ণব পদাবলীর কবিরা হারিয়ে গেলে ? শাক্ত পদাবলীর কবিরা হারিয়ে গেলে?

ললাট থেকে মুছে যাবে ধূলা-মাটির দাগ। জমি থেকে মুছে যাবে লাঙ্গলের দাগ।

সীতাও উঠবে না আর।

সরলা বাগদি দ্রৌপদী মেঝেন পূর্ণিমা মুর্মু পশুপতি মাহাত চন্ডি কর্মকারের জীবনের ধারা এসে মিলবে না সম্প্রতি কালের রচনায়।

ওরা ওদের শিকড়েই আছে, শুধু আমরাই শিক্ষিত-অশিক্ষিত বাঙালি ভুলে যাচ্ছি কালিদাসের কাব্য। ঋকবেদের কবিতা।

ঋকবেদেই তো পেয়েছি রাত্রি ও ঊষা দুই বোনের ভূমিকা। যারা সহজেই হয়ে যায় আমাদেরও বোন।আমি তাদের কন্যা হিসেবে গ্রহণ করেছি। আমি পালক না হলেও পিতা হয়েছি। এই কারণেই , রাত্রি ও ঊষা আমার ঘরে বিচরণ করে।

শালুক ও পদ্মের এই বাংলায় পানা ফুলের রঙে আমার চিঠি লিখি , একা একা লিখি আমার শিরা উপশিরায়। যা গোপন থাকে। শান্ত হয়ে থাকে।

শান্ত হয়ে থাকে আমার নিজস্ব ভাষা।

মায়ের ভাষাতো ভুলে যাচ্ছি ক্রমশ। চোখের জলের ভাষাও ভুলে যাবো বোধ হয়। কান্না থেকেও শিল্প গড়ে ওঠে, হাহাকার থেকেও। সোমনাথ হোড়ের শিল্পকর্ম ও লেখা উদাহরণ হয়ে আছে। চিত্ত প্রসাদের ছবিও তার প্রমাণ। মীরা মুখোপাধ্যায়কে জানি, যিনি ঢোকরা শিল্পীদের আঁতুড়ে গিয়ে কাজ শিখেছেন। রবীন্দ্র ছায়ায় থেকে অবনীন্দ্রনাথ নন্দলালের ছায়ায় থেকে আদিবাসীদের দিকেই শিল্প-দৃষ্টি ছিল রামকিঙ্করের।

যেন ভুলে না যাই। 

যেন গরাম থানের প্রার্থনা, আমাদের সিনেমা থিয়েটারে, কাব্য কবিতায়, গল্প উপন্যাসে, চিত্রকলায় গান হয়ে ওঠে।

সকলের গান হয়ে ওঠে।

----৩ অঘ্রাণ ১৪২৯
---২০---১১--২০২২
----সন্ধে --৬--২২
----নির্মল হালদার





আরও পড়ুন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ