সোমবার, ৮ মার্চ, ২০২১

ফড়িঙ উড়ছে

১.

মেঘ ছুঁতে চাইছে ফড়িঙের ডানা

মেঘ উড়ছে আঁশটে গন্ধ ছড়িয়ে

মেঘ যে ডুবে ছিল নদীতে

মাছের সঙ্গে।


মাছ ও উড়বে নাকি?

ভালোবাসবে নাকি আমাকে?

পঞ্চমুখী জবার পাঁচ কথা শুনতে শুনতে চলে এসেছি

আকন্দের কাছে


আকন্দের দুধ নিরাময় করে।


২:

রেণু উড়িয়ে জবা স্তব্ধ হয়ে থাকে


জ্বলতে থাকে স্তব্ধতার রঙ


জবার রঙ আমাকে হিংস্র করেনা,

আমাকে শান্ত করে।নীরব করে আর

নিঃস্বতার কথা বলে


আমি দু'হাত পেতে নিঃস্ব হতে চাই।


----২৩ ফাগুন ১৪২৭

-----২৩----৩----২০২১

-----নির্মল হালদার



প্রধান উদ্দেশ্য


সহায়তা বা অনুরোধের জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ