১.
পৃথিবী ঘুরতে ঘুরতে মধুতে পড়ে যায়।
পায়ে লেগে থাকা মধুর দিকে
চেয়ে থাকে মৌমাছি।
পৃথিবীর পায়ে কী মৌচাক বাঁধবে?
মৌমাছি আমার সম্পর্কে আত্মীয়
মৌমাছি আমার আহ্লাদ।
আমিও ঘুরতে ঘুরতে মধুতেই মরবো।
মধুভাণ্ড ব্রহ্মাণ্ড।
২.
পিপড়ের প্রসব যন্ত্রণা
বাতাস থেকে বাতাসে উঠছে, ধীরে ধীরে
পিঁপড়ের বাসা কোথায়? আলো কি জ্বলে?
গাছ তলে পড়ে থাকা যন্ত্রণা
গাছ কি শোনে?
মাটিতে শিশিরের শিহরণ
পিঁপড়ে ডিম পাড়লেই, স্নান করাবে
অনন্তকালের স্নান।
----২৪ ফাগুন১৪২৭
----৯---৩---২০২১
----নির্মল হালদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন