১১.
জলে জলে ওড়ে মাছ
জলে জলে ওড়ে জল
মাছের পাখায় জলের ভুবন
মাছের পিছনে মাছ উড়ছে
মাছের পিছনে মাছের চোখ
অনিমেষ আঁখি।
১২.
লাফিয়ে ওঠা মেষশাবকের মাঠ
যেটুকু আছে থাক। হারিয়ে গেলে
মেষশাবকের লোমের উষ্ণতা
খুঁজে পাবোনা।
অসীম উষ্ণতা ছুঁয়ে ছুঁয়ে
যদি সীমাকেই আঁকড়ে ধরি,
মেষশাবককে কাঁধে উঠিয়ে,
আকাশের দিকে হেঁটে যাবো।
আকাশ ও এক মাঠ।
------৩ চৈত্র ১৪২৭
-----১৭----৩----২০২১
----নির্মল হালদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন