১৩.
আমিও ছিলাম মাটির গভীরে
অনেকেই ছিল আরও
যে যার মত প্রাণ নিয়ে খেলা করছে
রৌদ্র ছায়ায়
আমি মনুষ্য বীজ হয়ে রক্তমাখা পুতুলি হয়ে
নিজের নাড়ি-নক্ষত্র চিনতে চাইছি।
১৪.
ধুলো কি শুধু আমার গায়ে লাগে!
তারাদের গায়েও লাগে একটু একটু করে।
ধূসর হয়ে পড়ে আলোর কিরণ।
তরুণরা গেছে অরন্যের আবর্জনা সাফ করতে
নক্ষত্রের দেশ যাবে না?
আমাকে সঙ্গে নিলে আমি দেবো ফুঁ
তারার মুখ থেকে উড়ে যাবে ধুলো।
-----৬ চৈত্র ১৪২৭
------২০---৩---২০২১
-----নির্মল হালদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন