সোমবার, ২২ মার্চ, ২০২১

বসন্ত উৎসব

১.
একটা গাছ না লাগিয়েও
বসন্ত বসন্ত বলে উল্লাস করি
পলাশের নিচে দাঁড়াই
মহুলের গন্ধ মাখি

একটা গাছ না লাগিয়েও
পলাশের মধু খুঁটে খাই
কুসুমের কচি পাতায় রাখি
আমার পুরনো হৃদয়

নিজেকে জুড়ে দিই দখিনা বাতাসে

একটা গাছ না লাগিয়েও
নিজেকে রাঙাই শালে--শিমুলে
আর রক্ত দিতে ভুলে যাই
গাছের শিরায়

শিরা-উপশিরায়।


২.
হনুমানের লেজে নিজেকে বেঁধে
লাফিয়ে বেড়াই। কখনো কখনো
হনুমানের কোলে শিশু হয়েও
টপকে যাই উঁচু নিচু রাস্তা। দেখতে পাই,
প্রথম সূর্য।

এত আলো এত তেজ সইতে পারিনা বলে,
সূর্যকে বগলে লুকাই।



-----৮ চৈত্র ১৪২৭
-----২২---৩----২০২১
-----নির্মল হালদার







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ