রবিবার, ২৮ মার্চ, ২০২১

কবিতা





২৩.
ডুমুর না পাকলেও বটফল পেকেছে


কামরাঙার রঙ সবুজ আছে না হলুদ হলো?

আম কী দেখা যাচ্ছে কোথাও?

যে ফল যেদিকেই থাকুক বট ফলের রঙে
আমার বিনোদন। বটফলের বীজেও পাবো
পাতপালা জড়ো করা গ্রাম।

ঘাম ঝরছে গাঁইতি--কোদাল থেকে।


২৪.
আমার করতলে আমলকী

কি চাইবো কার কাছে আর!কিইবা চেয়েছি সূর্যোদয়ের কাছে!
চারদিকেই চৈত্রের রঙ রোদের ঝলক,কি চাইবো! একটি তক্ষক
সামনে দাঁড়ালে,কি চাইতে পারি কতটুকু!

কাক দিয়ে গেছে চঞ্চলতা। মেঘের অস্থির মন আমার কাছে।
আমার করতলে আমলকী

নিসর্গে নিঃস্বতা নেই।



----১৩ চৈত্র ১৪২৭
----২৮----৩----২০২১
-----নির্মল হালদার




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ