সোমবার, ৫ এপ্রিল, ২০২১

কবিতা




২৫.
খরগোশ টা চলে গেল
আমাকে একলা করে খরগোশ টা চলে গেল

ঘাস কী আছে কোথাও?

কত দূরে বনের হাওয়া মনের হাওয়া
চারদিকেই অসমাপ্ত হাওয়া বইছে

হিংসার স্রোত।


২৬.
ময়ূরের পায়ে জড়িয়ে যাওয়া সাপ
ছটফট করে। এই বুঝি ময়ূরের নখ
তাকে ফালাফালা করবে। এই বুঝি
ভক্ষণ করবে------এই বুঝি----

ভেতরে ভেতরে কাঁপতে থাকে সাপ

ময়ূর চেয়েও দেখেনা সাপের ভয়
সে পা থেকে ছুঁড়ে দেয় রাত্রির দিকে
পেঁচার পায়ের তলায়। পেঁচা তখন
ঝিঁঝিঁ পোকাদের গান শুনছিল

সমবেত গান।

অহিংস গান।



২৭.
লক্ষ লক্ষ বছর আকাশেই আছে।
যদি মাটির তলায় বেড়াতে যায়
চন্দ্র সূর্যের মেজাজ হবে ফুরফুরে

আলো থেকে গন্ধ পাবো মাটি মাটি মাটি।


মাটি ফুঁড়ে উঠে আসবে নক্ষত্র শিশু
খেলা করবে ঘাসের সঙ্গে।



২৮.
আমার তিনটে ডানার একটা ডানা আকাশ
ছড়িয়ে রেখেছি। ধারণ করবে গ্রহ তারা, আলোর সুরভি।
আমার বাকি দুটো ডানায় নদী পাহাড় জঙ্গল।

পিপাসাও বইছে।

পিপাসা জাগ্রত এক রূপ, নর-নারীর যুগল মিলন।



-----২২ চৈত্র ১৪২৭
----৫----৩---২০২১
----নির্মল হালদার








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ