বুধবার, ৭ এপ্রিল, ২০২১

কবিতা




২৯.
কাজের কাজ কিছুই হলো না
সকাল থেকেই দেখছি, ডালিমের লাল ফুল
লাল রঙের ছায়া ফেলেছে। ছায়া কালো হলেও
ডালিমের লাল ফুল লাল রঙের ছায়া ফেলেছে।

কাজের কাজ এটুকুই, ছায়া আমাকে জড়িয়ে ফেলেছে।


৩০.
আবেগ ফুরিয়ে এলে
একটি ফলও ধরে নাই গাছে।
বাতাস এসে ঝাঁকুনি দিলেও
আবেগ ঝরে না

পাতা ঝরে।

পাখি এসে খুঁজছিল
জন্ম-জন্মান্তরের বীজ,বীজের আধার।
পাখি এসে খুঁজছিল
কুশল সংবাদ

শুধু পাতা ঝরে

ভেতরে ভেতরে কান্না ঝরে।



৩১.
কাজের কাজ কিছুই হলো না
সকাল থেকেই দেখছি, ডালিমের লাল ফুল
লাল রঙের ছায়া ফেলেছে। ছায়া কালো হলেও
ডালিমের লাল ফুল লাল রঙের ছায়া ফেলেছে।

কাজের কাজ এটুকুই, ছায়া আমাকে জড়িয়ে ফেলেছে।


৩২.
আবেগ ফুরিয়ে এলে
একটি ফলও গাছে ধরে না।
বাতাস এসে ঝাঁকুনি দিলেও
আবেগ ঝরে না

পাতা ঝরে।

পাখি এসে খুঁজছিল
জন্ম-জন্মান্তরের বীজ,বীজের আধার।
পাখি এসে খুঁজছিল
কুশল সংবাদ

শুধু পাতা ঝরে

ভেতরে ভেতরে কান্না ঝরে।


-----২৪ চৈত্র ১৪২৭
-----৭---৩----২০২১



৩৩.
খিদে খিদের মতই জ্বলে

খিদে বাইরে থাকে না ভেতরেই থাকে

খিদে খিদের মতই সুন্দর

সৌন্দর্য বাইরে থাকে না ভেতরেই থাকে।

ভেতর বাহির এক হলেই চিৎকার
খিদে খিদে খিদে

খিদের বিমূর্ততায় মূর্ত এক থালা ভাত



৩৪.
ব্যাঙ যে এসেছিল
সে কথা বলোনি আগে
ওই বলতে পারতো, কবে আসবে বৃষ্টি

যদি ব্যাঙের পিঠেই মেঘ আসে
কবে আসবে? কবে ভিজবে
তাল গাছের মাথা?

জন্ম-জন্মান্তরের সম্পর্ক থেকেই জানা যায়
মেঘের ঠিকানা। সবাই তো আমরা
একই বংশের

প্রবহমান।


-----২৫ চৈত্র ১৪২৭
----৮---৪----২০২১
----নির্মল হালদার







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ