সোমবার, ৩ মে, ২০২১

কবিতা


৫৫.
দুধের উপরে সর
তার উপরে লিখব আমার কথা।
আমার অনেক কথার একটি কথা:
ভালোবাসতে চাই বকের মত ধ্যান

ধ্যানের মত সৌন্দর্য

একাকী সৌন্দর্য।



৫৬.
সহজে কি ধরতে পারি সহজ কথাটা?

কী কথা?

কী কথা বলতে চাই কার সঙ্গে?

কথার সঙ্গে কথা এসেও শূন্য হয়ে যায়
কখনো একা হয়ে যায়
কখনো প্রদীপের আলোর মতো নির্জন

স্তব্ধ।

সহজে ধরতে পারা সহজ নয়।


-----১৭ বৈশাখ ১৪২৮
-----১----৫----২০২১



৫৭.
জন্ম থেকেই এই দাও ওই দাও
কবে আর নিজে দেবো? কবে আর বলবো,
নিজেকে দান করছি নিয়ে যাও

যদি কোনো কাজে লাগি, যদি
হাতে হাত রেখে উত্তাপ দিতে পারি,
যদি
পাশে দাঁড়িয়ে ভরসা হই?

কবে?

কবে,
অজস্র তারার মাঝে একটি তারার জন্ম দেবো?

কবে?



৫৮.
হ্যারিকেনের কাঁচ মুছতে মুছতে
সন্ধ্যা নেমে এলো। আকাশে
ফুটে উঠলো অক্ষর

যেন বা আমার বই
এই এত বড় বই। কি করে চিনবো
অ আ? কি করে খুঁজবো
কোথায় আছে ক খ? এই সন্ধ্যা রাতেই
আমি তো ঘুমে ঢুলে পড়ছি

আমার দিকে তাকিয়ে আছে
হ্যারিকেনের সরল শিখা

আমার শৈশব।


-----১৯ বৈশাখ ১৪২৮
-----৩---৫---২০২১
-----নির্মল হালদার





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ