৫১.
রাস্তায় দাঁড়িয়ে আছে মানুষ
কথা বলবে আমারি সঙ্গে। আমি যাই
রাস্তার দিকে মানুষের দিকে।
আমি চাইছি কথাটা সরল হোক। অকপট।
পায়রার বাতাসের মতো। অথবা
তেঁতুল পাতার মত ঝিরিঝিরি। অমলিন।
অনন্তকাল অপেক্ষা করছে মানুষ।
৫২.
একটি তারা
আরেকটি তারার কাছাকাছি থাকলেও
কথা নেই।
আমি দূরে থাকলেও
আমার সঙ্গে কথা, ডাল-ভাতের।
নুনের খোঁজ করে না।
সাগর থেকে মহাসাগর উথলে উঠে
তারার দেশে দিয়ে আসে
নুনের সংবাদ।
গুন গাইবেই মাটি-পৃথিবীর।
----১৪ বৈশাখ ১৪২৮
----২৮---৪---২০২১
----নির্মল হালদার
৫৩.
যে অন্ধকার আলোর দিকে যায়
সেই তো আমার বন্ধু
সাহসী হয়েও একলা খুব।
আমিও কি একলা নই,
জলের ভিতরে জল মাপতে গেছি
মাটির তল খুঁজতে গেছি
বেদনাঘন দীর্ঘশ্বাসে ভরে উঠেছে বুক
একলাই হতে হয়
সর্বস্ব ফেলে একলাই হতে হয়, তবেই তো
মাধবীলতা উঠবে গা বেয়ে।
৫৪.
আমার কাঁসার থালাটা কই?
বুকে আঁকড়ে খিদে খিদে চিৎকার করেছি
গুড়-মুড়ি পেলেও দুধ মুড়ি পাইনি, তখন
থালা বাজতে বাজতে বায়না করতো,
ভাত চাই।
শুকনো হাসি হেসে উঠতো হাঁড়ি
গড়াগড়ি করতে করতে আমি ঘুমিয়ে গেছি
সন্ধ্যা নেমেছে
আমার খিদের জ্বালায় আকাশে উঠেছে চাঁদ।
-----১৬ বৈশাখ ১৪২৮
----৩০---৪---২০২১
-----নির্মল হালদার
ছবি : দীপাংশু মাহাত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন