সোমবার, ৩১ মে, ২০২১

কবিতা




কবিতা// নির্মল হালদার


৮৬.
প্রতিদিন নক্ষত্রের জন্ম

আমি যাই নক্ষত্রের দেশে

আমি চাইবো জন্মের কান্না
আমার কোলে রাখি,
আমার সন্তানের মতো,
আমারই স্নেহে।

প্রতিদিন নক্ষত্রের জন্ম।

প্রতিদিন কান্নার তাপ
আমাকে আলোকিত করে।


----১৩ জ্যৈষ্ঠ ১৪২৮২
-----২৮----৫----২০২১



৮৭.
নুন কম পড়লেও
মানুষ কম পড়ে নাই
মানুষের খিদে-তেষ্টা কম পড়ে নাই

খিদে তেষ্টা কাটারির কোপ
যার গায়ে পড়ে
সেইতো চিৎকার করে

তুমি শোনো বা না শোনো
চিৎকার হচ্ছেই
তুমি শোনো বা না শোনো
চিৎকার উঠছেই উড়াকলের দিকে

হুড়মুড় করে চিবোবে সবাই
উড়াকলের আওয়াজ।


-----১৪ জ্যৈষ্ঠ ১৪২৮
----২৯---৫---২০২১



৮৮.
আমার সকল ত্রুটির পরেও
আমার সঙ্গে দেখা করে চন্দ্র-সূর্য।
কি সহজ কি সাবলীল,
প্রতিদিন সৌহার্দ্য স্থাপন। প্রতিদিন সুন্দরতা।

আমি দেখতে পাই আতার অন্তর।

আমার কাদা মনে শাদা লাগে

আমি দেখতে পাই তারার গৌরব।


-----১৫ জ্যৈষ্ঠ ১৪২৮
----৩০----৫---২০২১



৮৯.
সম্পর্ক আকাশ হলে সম্পর্ক নীল
সম্পর্ক গভীর।
সম্পর্ক সূর্য তারা হলে সম্পর্ক আলো অন্ধকার
সম্পর্ক দিন ও রাত্রি

সম্পর্ক সম্পূর্ণ করতেই নিসর্গের নিঃশ্বাস।



৯০.
দিনের শুরুতে সম্পর্কের সাতরঙ কিরণ ছড়ায়

আমিও সাত রঙের পিপাসায়
আমিও আম গাছ হই জাম গাছ হই
আমিও বট হই অশথ হই
আমিও সম্পর্কের সঙ্গে সম্পর্ক

আমিও চাল ফুটলে ফ্যান চাই

ধান কুটলে চাল।


----১৬ জ্যৈষ্ঠ ১৪২৮
-----৩১---৫---২০২১
----নির্মল হালদার





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ