পাহাড়তলির মাঠ // নির্মল হালদার
১.
কত আর অপেক্ষা করবে কত জনের জন্য!
আর তাই স্থির হয়ে না থেকে
পাহাড়ও চরে বেড়ায় গাই--গরুর সঙ্গে।
পাহাড়তলীর মাঠ ঝমঝম করে বাজে।
২.
গাছের দিকে চেয়ে আছে গাছ,
নীরবতা।
ফুলের দিকে চেয়ে আছে ফুল,
নীরবতা।
পাতার দিকে চেয়ে আছে পাতা,
নীরবতা।
গোপনে গোপনে শিকড়, আমার নীরবতা।
৩.
মাছ লাফাতেই জলে তোলপাড় হলো
কার মাছ লাফালো?
আমার মাছ
আমার মাছ
আমি মাছের মন ভক্ষণ করি।
------৬ কার্তিক ১৪২৮
-----২৪----১০----২০২১
৪.
পুঁটি মাছ ধরে দিব
মৌরলা মাছ ধরে দিব
যদি আমার সঙ্গে ঝর্নাতে যাও।
শালুক ফুল ধরে দিব
পদ্মফুল ধরে দিব
যদি আমার সঙ্গে পুকুরে যাও।
পিরিত ধরে দিব
যদি আমার সঙ্গে বাঁশ বনে যাও।
৫.
পিঁপড়েরা থাকে কার মায়ের ঘরে?
পিঁপড়েরা থাকে আমার মায়ের ঘরে।
মায়ের ঘর কেমন গো?
ঘাসে ছাওয়া ঘর গো।
৬.
তুমি কী রঙের মেঘ ধারণ করবে?
আমি কালো রঙের মেঘ ধারণ করবো।
তুমি কী রঙের বৃষ্টি ঝরাবে?
আমি দুধ রঙের বৃষ্টি ঝরাবো।
তুমি কী মাটি ভেজাবে?
আমি শিশির ভেজা মাটির পারা ভিজেই আছি।
------৮ কার্তিক ১৪২৮
-----২৬----১০----২০২১
৭.
কার পায়ের নূপুর রিনিঝিনি করে?
কার চলার পথ রুমঝুম করে?
কার বুকের ঢেউ ওঠানামা করে?
কার পায়ের শব্দে কে জন্মগ্রহণ করে?
৮.
কোন্ তারাটি পেড়ে দিব বলো?
কোন্ তারার আলো চোখে ধরবে?
কোন্ অরণ্যে বাস করবে বলো?
কোন্ পাখির ছায়া মনে ধরবে?
কী দিবে কাহারে বলো?
কার হাত ধরবে?
৯.
কোন্ বনে রাখালের ডাক?
কোন্ বনে বাঘ?
কোন্ বনে ফলের ভিতর বীজ নাই?
কোন্ বনে পাতার রঙ লাল?
হাওয়ার ভিতরে বাতাসের ডাক।
১০.
নদীর ভিতরে নদী কেঁদে চলে
রসিক কোথায়?
নদীর ভিতরে নদী কেঁদে চলে
কোথায় গেল রসিকের অন্তর?
রসিক জেগে উঠলেই নদীর ঘর।
--------১০ কার্তিক ১৪২৮
------২৮----১০-----২০২১
১১.
যে তারা নিভু নিভু সেই তারা
গরুর স্তন থেকে দুধ টানে।
আকাশ আলো করে আলোর অধিক।
গরু দুধ ঝরায় মাটিতেও।
শিকড় শুকিয়ে উঠছে।
১২.
পাখিরা উড়তে উড়তে আলো পাড়ে।
গাছ থেকে গাছে গড়িয়ে যায় আলো
মাটি থেকে মাটিতে গড়িয়ে যায় আলো
পাখিরা উড়তে উড়তে ডিম পাড়ে।
১৩.
আম তলে পড়ে আছে আম
কে কুড়াবে?
আম তলে পড়ে আছে ছায়া
কে কুড়াবে?
আমের স্বাদ টক--মিষ্টি হলে,
ছায়ার স্বাদও টক-মিষ্টি।
১৪.
আমার এক মুঠিতে নদীর উচ্ছ্বাস।
আরেক মুঠিতে সমুদ্রের ঢেউ।
কিছুই তো চাইছোনা তুমি, তুমি চাইছো
হাল ছাড়া গরুর করুণ চোখ
অনেক গোপন দুঃখ।
-----১২ কার্তিক ১৪২৮
----৩০----১০-----২০২১
১৫.
যুবতীর পায়ের নুপুর রাস্তায় পড়ে গেলে
কুড়িও ভাই, ফেরৎ দিও।
যুবতীর পায়ের নুপুর রাস্তাকে সজীব করে।
যুবতীর পায়ের নুপুর যৌবন জাগায়।
১৬.
রাস্তা কোথায় থাকে? বুকের ভিতরে।
রাস্তা কোথায় যায়? বুকের ভিতরে।
বুকের ভিতরে বুক পাখির রাস্তা
বুকের ভিতরে বুক হাওয়ার রাস্তা
বুকের ভিতরে বুক আমার মিলনের পথ।
১৭.
কোন্ পুকুরে জল নাই
বক বলে গেল।
কোন্ নদীতে জল নাই
বক বলে গেল।
ধুলো--মাটি--আকাশে দুঃখ আছে,
বক বলে গেল।
------১৪ কার্তিক ১৪২৮
-----১-----১১----২০২১
১৮.
বাঁশের জন্ম কোথায়?বাঁশির জন্ম?
কে দেখেছে জন্ম?
জন্ম চিহ্নে সুরের আসা-যাওয়া
ব্যথা বেদনার মতো সুরের আসা-যাওয়া।
১৯.
শালুক ফুলে ভ্রমর এসেছে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অশথ গাছ।
অশথ গাছেও ফল এসেছে।
ফলের স্বাদ হৃদয়ের মতো।
পাখিরা ঠুকরে গেলে ছিটকে পড়ে রক্ত।
২০.
আকাশ থেকে দুধ দোয়ার শব্দ আসছে।
কে হে গোয়ালা?
মুখ দেখতে পাইনা। কত দূরের মানুষ তুমি?
কাছে আসবে কবে?
কে হে গোয়ালা?
মুঠিও ভরে উঠছে দুধে দুধে
দুধের আলোয়।
-------১৫ কার্তিক ১৪২৮
-----২-----১১---২০২১

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন