মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

পলাশের ডানা / নির্মল হালদার



কৈশোর উত্তীর্ণ আলো আমরা দেখেছি কি? কৈশোর উত্তীর্ণ উচ্ছলতা আমরা দেখেছি কি?

জলের কৈশোর জলের যৌবন
আমরা যেমন জানিনা, তেমনি
এই প্রীতম নামে কিশোরের বা
প্রীতম নামে নবযৌবনের রূপ
আমরা জানি না।

সে আমার কাছ থেকে অনেক দূরে থাকলেও আমার কাছেই থাকে ।

প্রতিদিন।

সে যেন এক হরিণ।
ছোঁয়া যাবে না। ধরতে পারা যাবে না কোনোভাবেই। অথচ তার শিঙে লটকে থাকবে ডালপালা।
আর চাঁদ।

সেতো জঙ্গলে জঙ্গলে আমাদের ছুটিয়ে নিয়ে যাবে ঝর্ণার কাছে।

যে ঝর্ণা থেকে জল খায় হাতিরা।

আমরাও আমাদের তৃষ্ণা নিবারণ করবো। চেয়ে থাকবো প্রীতমের
নিজস্বীর দিকে।

ছবির রহস্যের দিকে।


------১৪ চৈত্র ১৪২৮
----২৯----৩----২০২২
------নির্মল হালদার
























ছবি : নিজস্বী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ