১৪৩.
পথ তো নিজেই পথের শিখা
পথের দিকে আমার যাওয়া।
পায়ে পায়ে শব্দ উঠছে
আগুন জ্বলবে আরো
আগুনের দিকে আমার যাওয়া
পায়ে পায়ে শব্দ উঠছে
পায়ে পা মিলিয়ে
আগুন জ্বলবে আরো
আলো জ্বলবে আরো
আলোর দিকে আমার যাওয়া।
১৪৪.
আকাশ যখন টলমল করে
আমি তখন স্থির থাকতে মিনতি করি।
মেঘে মেঘে আকাশ যখন ছটফট করে
আমি তখন আকাশ টাঙাই আমার বুকে
বৃষ্টি হলে আমার বুকেই হোক।
----২১আষাঢ়১৪২৮
----৬----৭---২০২১
১৪৫.
ঠোঁটে ঠোঁট রেখে বলছি,
মিথ্যে কথা বলবো না
শাদাকে শাদা বলছি
কালোকে কালো বলছি
ভালোবাসায় ওড়াচ্ছি হৃৎপিণ্ডের নিশান
সত্যি কথা বলতে কি
আমার হৃৎপিণ্ডের তাপে তৈরি করছি
আরেক উত্তাপ।
----২৩ আষাঢ়১৪২৮
----৮---৭---২০২১
১৪৬.
যা আছে
যত টুকু আছে
এই আমার খুদকুঁড়ো
তুমি নাও।
যদি চাও
আমার ক্ষুধা তৃষ্ণা
এই নাও
আমি ভিজিয়ে দেবো আমার চোখের জলে।
----২৫ আষাঢ় ১৪২৮
-----১০--৭---২০২১
১৪৭.
শরীর?
নদীও আমার শরীর।
মন?
নদীও আমার মন।
আমারই স্রোত বয়ে চলেছে
মানুষের দিকে।
আমারই স্রোত বয়ে চলেছে
সৃজনের দিকে।
সৃজন?
আমারই শরীর থেকে।
সৃজন?
আমারই মন থেকে।
তুমি ফসল তুলবে।
----২৬আষাঢ়১৪২৮
----১১---৭---২০২১
১৪৮.
আকাশও আমার অস্তিত্ব।
আকাশ যতক্ষন আছে আমার চোখ আছে।
আমার মন আছে। আকাশকে তাই
প্রতিদিন ধুয়ে রাখি আমার কান্নায়। কান্নাকে তাই
আগলে রাখি আমারই অন্তরে।
আমার আলোয়।
----২৬আষাঢ়১৪২৮
----১১---৭---২০২১
১৪৯.
তাল গাছের পাশ দিয়ে যেতে যেতে
মনে পড়লো, খেজুর গাছ কেমন আছে?
আজকাল খেজুরের রসে মন আছে তো?
বনতো ফুরিয়ে যায় ক্রমশ
হরিতকী বহেড়ার খবর পাইনা।
মেঘ এলে ময়ূর কি নাচে?
তাল গাছের পাশ দিয়ে যেতে যেতে
তালগাছ জানালো, কোনো দিকে
কেউ ভালো নেই। আস্তে আস্তে
ছোট হয়ে যাচ্ছে তাল গাছের ছায়া।
১৫০.
আমার বুকে রামধনু
আমার বুকে রামধনুর রঙ
কাকেই বা সাজাবো?
আমার বুকে রামধনুর মালা
কাকেই বা পরাবো?
আমি রঙহীন হয়েও রঙিণ আজ
আমি সাত রঙের সমুদ্র
আমার বুকে চিহ্ন আঁকে
ময়ূরপঙ্খী নাউ
২৮আষাঢ়১৪২৮
১৩----৭----২০২১
১৫১.
শিরদাঁড়া সোজা হলেই সাহস
একবার নয় সবসময়ের জন্য
শিরদাঁড়া সোজা হলেই সাহস
একবার নয় সব সময় হাঁটবো সোজা
সহজ রাস্তায় সহজ ভাষায়
আমার ভাষাও আমার মেরুদন্ড
আমাকে করেছে টানটান, সোজা
আমি সাধাসিধে কথা বলবো
মুখ বন্ধ করবোনা।
-----২৯আষাঢ়১৪২৮
----১৪----৭----২০২১
১৫২.
নদীর চরে বকের সারি
মেঘের ছায়া
ঘাসের মুখে গরুর মুখ
এসবই আমার
এসব কিছুই নয় আমার
ধানের চারায় ফড়িঙ বসে
জমির জল হাওয়ায় কাঁপে
আলপথে পায়ের ছাপ
এসবই আমার
এসব কিছুই নয় আমার
কথা বলছে চাষার বেটা
মেঘ ডাকে আপন মনে
বাঁশবনে হাঁসের ছানা
এসবই আমার
এসব কিছুই নয় আমার
দিনরাত্রিকে আমার প্রণাম
-----২৯আষাঢ়১৪২৮
----১৪----৭----২০২১
-----নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন