দুটি তারার মাঝখানে যেটুকু জায়গা
আমারি জায়গা। আমি শুয়ে পড়ি।
মেঘ এসে ধুয়ে দেয় আমার ক্লান্তি।
আমি ঘুমিয়ে পড়ি।
হাত পা ছুঁড়তে ছুঁড়তে চিৎকার করি,
আমার জমি নেই জায়গা নেই
সবাই সবকিছু কেড়ে নিয়েছে
মানুষ জেগে ওঠে মানুষ ঘুমিয়ে যায়
৬০.
মেঘের সঙ্গে মধু মেশাই
আমার বৃষ্টিও মধু।
কি বৈশাখ কি শ্রাবণ
আমার বৃষ্টিও মধু।
আরেক মধু চা দোকানে কাজ করে
তালগাছের গল্প শোনায়।
আমি তাল পাতার ছবি আঁকি।
যদি
তালপাতার পাখা বুনতে পারি।
যদি
তালপাতার পাখার হাওয়া
মধুকে শোনাই? মধু আমাকে
খেজুর গাছের গল্প শোনাবে।
-----২০ বৈশাখ ১৪২৮
-----৪-----৫---২০২১
৬১.
আমার কথারা ঘোরাঘুরি করে আলো বাতাসে
আমি কি কথা বলেছি খুঁজলেই পাবে
আমাকেও পাবে।
অবিকল আমাকেই পাবে
আজকের কথায়
আজকের কথা বলতে
শূকরী এসেছিল ছানাদের নিয়ে
আমি ফিরিয়ে দিয়েছি
আমাকে ক্ষমা করবে কী?
আমাকে ক্ষমা করেনি পাথরও
আমি ছুঁড়েছি কপালের দিকে।
৬২.
আমার তিনটে ডানার একটা
কে লুকালো? কি করবে একটা ডানায়?
এখানে আকাশ বড়
কোথাও কোথাও
আকাশের চেয়ে মাটি বড়
মাটির নিচে গ্রাম শহর
উনুনও আছে। আছে তেল হলুদের গন্ধ
আছে আমার আগের জন্মের দাগ
আর তোমার তাপ।
----২২ বৈশাখ ১৪২৮
----৬----৫----২০২১
৬৩.
যতই তুমি বসো রস নেই।
যতই তুমি ছুটে যাও
রস নেই।
যতই তুমি কাছে যাও
রস নেই।
আখ নিংড়াতে হয়
ভালবাসতে হয়, তবেই তো
আখের ক্ষেত। তবেই তো
আখের রসে বশ।
আখের ছায়া নিংড়ালেও রস।
৬৪.
ফুলের অন্তরালে ফুল
এক জাগরন।
আমি দেখে এসেছি, আমি রেখে এসেছি
আমার সৌরভ
ফুলের অন্তরালে ফুল
একাকী জাগরণ
আড়ালে আড়ালে
আলো অন্ধকারে
কোনো প্রত্যাশা নেই
অপেক্ষাও নেই
কেবল নিঃশব্দ প্রেম।
----২৩ বৈশাখ ১৪২৮
----৭---৫----২০২১
৬৫.
কিসের সঙ্গে কিসের পিরিত?
আমড়ার সঙ্গে আমের পিরিত হবে না
আমের সঙ্গে আতার পিরিত হবে না
মাটির সঙ্গে বালির পিরিত
সমুদ্রের সঙ্গে নুনের পিরিত
পিরিতে পিরিত থাকে
জামে রঙ থাকে
থ্যাৎলে দিওনা।
------২৪ বৈশাখ ১৪২৮
-----৮----৫----২০২১
-----নির্মল হালদার
ছবি : দীপাংশু মাহাত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন