শনিবার, ১২ জুন, ২০২১

কবিতা / নির্মল হালদার







কবিতা / নির্মল হালদার


১০৪.
ফুলে থাকো আর ফলে থাকো
তুমি একটা বিষয়
দেশে আর দশে

ভুখে থাকো আর ভালোবাসায় থাকো
তুমি একটা বিষয়
দেশে আর দশে

তুমি একটা বিষয়
কেননা,
তুমি আলো তুমি অন্ধকার

তুমি এক স্বর

তুমিই সমাজ।


----২৬ জ্যৈষ্ঠ ১৪২৮
----১০---৬----২০২১


১০৫.
সম্পর্কে তুই আমার পাহাড় হলে
পাহাড়ের স্তব্ধতা আমার আত্মীয়।

জলে-স্থলে আত্মীয়তা।
আত্মীয়তা এককে। সমগ্রে। অংশেও।

আমি নিকটে যাই।

নৈকট্য আমার প্রিয়।

আমি নত হয়ে কুড়াই আমার আলো।


১০৬.
আমি নিরাপদে আছি তো?
সন্দেহ করছি।
আমার নিরাপত্তা আছে তো?
সন্দেহ করছি।

ইঁটে লাথি মেরে
আমি ছুটে বেড়াই।
বুকের লোম উপড়ে
আমি ছুটে বেড়াই।

আমার সন্দেহ, আমি বেঁচে আছি তো?


----২৭ জ্যৈষ্ঠ ১৪২৮
----১১----৬----২০২১


১০৭.
এত আলো অন্ধকার লাগছে।
কেউ কাছে থেকেও কাছে নেই।
শব্দ নেই। এত আলো
চোখে সইছে না।

নিজের হাত পা কই?

এত আলো অন্ধকার লাগছে।
একফোঁটা হাওয়া নেই।
হাওয়ার কথা নেই, অন্ধকার লাগছে

আলো জ্বালাও আলো জ্বালাও


১০৮.
হাওয়া ছুঁয়েই আছি

আমি চাই বা না চাই
হাওয়া আমাকে ছুঁয়েই আছে

যত দূরেই যাই
যত কাছেই থাকি
হাওয়া আমার সঙ্গে

কে হাওয়া?

আমার জন্মের সঙ্গে কি সম্পর্ক
আমার বিরহ ব্যথায়
কে হাওয়া?


----২৮ জ্যৈষ্ঠ ১৪২৮
----১২---৬---২০২১
----নির্মল হালদার





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ