গোঠে / নির্মল হালদার
-----কুথা থিকে এলিরে? তকে তো কনদিন নাই দেখি।
কুথায় ছিলি? কার সাথে আসেছিস? একা একাই যদি আসেছিস,তবে হামার গরু গিলার সাথেই চরে বেড়া।
আর কি বলবো তোকে? যা উদকে। ঘাস আছে দেদার।
বলরামের গোঠে আজ একটা গাধা। কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, বলরামের জানার কথা নয়। সে দেখছে, গরুর দল থেকে দূরে দাঁড়িয়ে আছে গাধা।
গরু ও গাধা দুজনেই নিরীহ। তবে গাধা খুব বোকা। এই যে এসে পড়েছে এখানে হয়তো কোনো মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। হয়তো বোঝা আর টানতে পারছে না। বলরাম ভাবতে ভাবতে গাছ তলায় শুয়ে পড়লো।
মেঘ ও রোদের খেলা চলছে। সকাল থেকে বৃষ্টি হয়েছিল। আপাতত বৃষ্টিটা নেই। এ জন্যেই বলরাম মাঠে আসতে পেরেছে।
বলরামের মনে পড়লো, জল খাওয়াতে হবে গরুদের।সে উঠে পড়ে সব গরুকে ডাকে। ডাক দিলো গাধাকেও ------আয়রে আয় চল্-------জল খাবি চল্-------।
মাঠের সামনেই একটা বাঁধ। বারোমাস জল না থাকলেও এই বর্ষাতে টইটম্বুর । বলরামেরও ভখাছে।সে আর কি খাবে!সে প্যান্টের পকেট থেকে খৈনির প্যাকেট বের করে বাঁ হাতে খৈনি ডলতে থাকে।আর নিজের পেটকে সান্ত্বনা দেয়-------ডাঁরারে ডাঁড়া------ বেলা পড়লেই ঘরকে যাবো। আগু গরুগিলাকে দেখতে দে-------। গরু গিলাইত হামকে ভাত দেয়।তবেই ন হামি টিকে আছি। গাধাটা বাঁধের দিকে গেলেও একা একা। সে হয়তো ভয় পাচ্ছে গরুর শিঙকে। যেহেতু গরু ও গাধা একই সম্প্রদায়ের নয় বলে, গাধার তরফ থেকে একটা দূরত্ব। বলরাম বুঝতে পারে গাধার মনের অবস্থা। সে বলে, ভয় নাইরে ভয় নাই-----হামার গরু তকে নাই ঢুঁসাবেক। যা জল খাবি যা।
গাধার মুখ শুকনো হয়ে আছে।
গাই গরুর দল হইহই করে জলে নেমে জল খায়। একটু দূর থেকে গাধা দেখে। গরুরা জল থেকে উঠে পড়ার পর গাধা নামে। বলরাম চেয়ে চেয়ে দেখে।
বৃষ্টি হচ্ছে বলে মাঠে মাঠে ঘাসের ছড়াছড়ি। কোথাও কোথাও জমে আছে জল। ফড়িঙ উড়ছে।পোকামাকড়ের নিঃশব্দ চলাফেরা।
সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে। গাই গরুর দল নিয়ে বলরামের সময় এসে গেছে ঘরে ফেরার। সে এইবার ভাবছে , গাধাটাকে কোথায় রেখে যাবে। কোনো গোয়ালেতো ঢুকিয়ে দিলে হবেনা। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গাধাটার প্রতি বলরামের মায়া জন্মে গেছে। তার ভাবনা ,কি করবে সে।গাধাটাকে ছেড়ে যেতেও পাচ্ছে না। দলছুট হয়ে এসেছে নাকি মালিক তাড়িয়ে দিয়েছে কে জানে। বলরাম লক্ষ্য করে, গাই গরুর দল ঘরের রাস্তায় চলে গেলেও গাধাটা একা দাঁড়িয়ে আছে। সে আর কিছু না ভেবে গাধাটাকে বলে-----তুই চল্ আমার সাথে। তকে কার সাথে কুথায় রাখবো পরে ভাবা যাবে। এখন তুই চল্। হামার সাথেই চল্------
-----১২ শ্রাবণ ১৪২৮
----২৯----৭---২০২১
----নির্মল হালদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন