আমার গল্পের চরিত্র / নির্মল হালদার
এই মুহূর্তে একটা বৃষ্টি চাই।একটি মেয়েকে চাই আমার গল্পের জন্য।বৃষ্টিতে ভিজতে ভিজতে মেয়েটি চলে যাচ্ছে কোথাও।
অথচ বৃষ্টি নেই, মেয়েটিও নেই।
যে সমস্ত মেয়েদের আমি চিনি, তারা কেউ আমার গল্পের জন্য রাজি হবে না। তাই ভাবছিলাম, আমার মাকে ডাকলে কেমন হয়? মায়ের বয়সটা বেশি হলেও মানিয়ে যাবে। আমি বলব মানিয়ে নিতে। মা নিশ্চয়ই আমার বিষয়ে "না" করবে না।
মায়ের প্রেমিক কে হবে?
বাবাকে ডাকবো? নাকি অন্য কোনো পুরুষকে ডাকবো? চিন্তা হচ্ছে, অন্য কোনো পুরুষের সঙ্গে মা কথা বলবে?
এটাও ঠিক, আমার সংলাপ কেমন হবে? দৃশ্যপট কেমন হবে? তার উপরে নির্ভর করছে অনেকটাই। আগে তো প্রস্তাবটা মাকে দিই--------তারপর দেখা যাবে।
কিন্তু মা আছে কোথায়? বাবা আছে কোথায়? আমার সঙ্গে অনেক অনেক বছর দেখা হয়নি।
ওদের খোঁজ করবো কোথায়? কার কাছে?
এখন মনে হচ্ছে, আমার গল্পে ওরা মানানসই হবে।কেন না, ব্যক্তিগত জীবনে ওরা সফল জুটি। আমার গল্পেও ওই সফলতা আসবে নিশ্চয়ই।
ভাবছিলাম আরো অন্য একটা কথা, মায়ের হাতে মোবাইল দিলে ব্যবহার করতে পারবে? বাবার হাতে মোবাইল দিলে ব্যবহার করতে পারবে?
আমার গল্পতো আজকের। এবং এখনকার বাস্তবে মোবাইল নিশ্চিত। যদি ওরা হাতে না নেয়, যদি ব্যবহার করতে অস্বীকার করে, তখন না হয় মোবাইল বাদেই ওদের দেখাবো। যদি দু'একটা ইংরেজি শব্দ আসে? মা বাবা কি উচ্চারণ করতে পারবে?
আমার সংশয় কাটছে না।
আবার এই মুহূর্তে আমার গল্পের জন্য আমি মাকে ছাড়া কাউকে ভাবতে পারছি না। যদি আমার পুরনো মাকে গল্পে দেখাই? যদি আমার পুরনো বাবাকে গল্পে দেখাই? তাহলে অনেক সমস্যা কেটে যাবে।
ওরা পুরনো দিনের গল্পে ফিরে যাবে। পুরনো জীবনের কাছে ফিরে যাবে। আমার গল্পে সমস্যা থাকবে না।
মুস্কিল হচ্ছে, আমার গল্পের মাঝখানে মা যদি পান দোক্তা খোঁজে? কিন্তু বাবাকে তো ধুতি পরালে চলবে না। মাকেও শাদামাটা শাড়ি পরানো চলবে না। আমি বলবো, তোমরা পুরনো হয়েই থাকো শুধু পোশাকটা আজকের পরো। বাবাকে দেবো, পাঞ্জাবি পায়জামা। মাকে দেবো, তাঁতের শাড়ি।
দারুন লাগবে।
গল্পের বিষয়টা কি হবে?
নুন আনতে পান্তা ফুরানোর গল্প বলবো কি? নাকি বাবাকে করবো আদর্শ শিক্ষক? যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেন না।
বৃষ্টিটা আসছে না যে।
বেশ চড়া রোদ। চিড়বিড় করছে আমার গা-হাত-পা। ঘাম নামছে। আমি আরেকবার স্নান করবো। বাথরুমে গল্পটা ভাবা যাবে।
মা বাবার খোঁজ করবো কখন?
যদি খোঁজ পাই আমি কাছে যেতে পারব তো? রাজি করাতে পারব তো? ওদের বলবো, আমি নাটক করছি না। অভিনয় করতে হবে না। কেবল আমার গল্পের নায়ক নায়িকা হয়ে তোমরা কথা বলবে।
বাবা যদি প্রশ্ন করে, নায়ক মানে কি? আমি কি উত্তর দেবো? মা যদি প্রশ্ন করে, নায়িকা মানে কি? কি উত্তর দেবো?
আমি সহজ করে বোঝাতে পারবো না, নায়ক নায়িকা কি। আমি সহজ করে বলতে পারবো না, আমার জীবনে তোমরা একমাত্র নায়ক নায়িকা। যারা চোখের জলের হাসিতে আমাকে মানুষ করেছো।
-----১৭আষাঢ়১৪২৮
-----২----৭----২০২১
-----নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন