পানকৌড়ির ডুব / নির্মল হালদার
১০৩.
ভিতর চিনলেই বাহির চিনবি।
যেমন নিজের ছেঁড়া কাপড়টা চিনেছিস,
তেমনি আকাশটা যে গোটা আছে
চিনতে হবে তোকে। মাটিটা ছিঁড়লেও
মাটি মাখা যায়। কেননা
তোর সর্বাঙ্গ যে মাটি।
১০৪.
পেঁপে পাকলে পাখি ঠুকরে খাবে।
পেকে উঠুক সব পেঁপে
পাখিরা আসুক। কেননা সব পাখি
আমারই মন। সমস্ত মনই
রাহেড় বাড়ি
রাহেড়ের দানাই মে আমার হৃদয়।
১৫----১০----২০২১
বিজয়াদশমী
১০৫.
যা বলার বলছে ভূমি
পেকে উঠছে ধান
খামার নিকানো চলছে
ধারালো হয়ে উঠবে হাঁসুয়া
ঝুড়ি--ঝাঁটাও আসবে।
যা বলার বলছে ভূমি
ঝরে গেছে কাশ
ঝিঙে ফুলে রোদ ঝলকায়
শিরশিরে হাওয়া
ধানক্ষেতে পাখি আসছে।
যা বলার বলছে ভূমি
ভেজা ধান জমি
শিশির ভেজা পাতা
মাঠে মাঠে আগাছা
গরুর পিছনে বাছুর।
যা বলার বলছে ভূমি
কোথায় তুমি?
ধানের ভেতরে নির্জনতা।
-----৩০ আশ্বিন ১৪২৮
----১৭----১০----২০২১
১০৬.
কপাল পুড়লো বলে আকাশ পুড়লো
আকাশও তোর কপাল,
অনন্ত কালের।
তুই লক্ষ্য করলি না বলে,
আকাশ থেকে গেছে আকাশে
নক্ষত্র পুড়ছে।
১০৭.
পাখির ভূমিকা চেয়ে
পাখিকে বলেছি, আমিও মুখে মুখ রেখে
আহার জোগাবো।
ডানা ঝাপটে পালিয়েছে পাখি
আকাশ নেই মাটি নেই, শুধু কুড়ুলের শব্দ।
------৩১ আশ্বিন ১৪২৮
-----১৮----১০-----২০২১
১০৮.
অভাবটাই আমার মূলধন
যত ভাঙ্গাই তত ভাব
যত ভাঙ্গাই তত ভাব
হাত পাততে হয় না কারোর কাছে
ঋণ করতে হয় না কারোর কাছে
অভাবটাই আমার আলো
যত ভাঙ্গাই তত আলো
যত ভাঙ্গাই তত ভাব
সাত রঙের সাতটা সূর্য তাল গাছের ফাঁকে।
১০৯.
গাছের কাছে ডানা চেয়ে শুনতে হলো,
আমাকে বীজ দেবে। আমাকে করতে হবে
বংশ বিস্তার।
বংশবিস্তার তো হয়েই আছে পাখিতে পাখিতে,
বটফলের রঙে। পুটুস ফুলের মধুতে,
কাকের ডাকে
আমি ডাকলে গরুর গলায় ঘন্টি বাজে।
-------২ কার্তিক ১৪২৮
------২০----১০----২০২১
১১০.
হেমন্তের শিশির
ঘাসে ঘাসে শিশির
ভিজে আছে ধুলামাটি
আজ তেসরা কার্তিক।
ভোর
আবছা কুয়াশা
উড়ন্ত পাখি
সবজি বাড়ি।
কাকতাড়ুয়ার হাঁড়ি মুখ
গাছে গাছে বেগুন
ফুলকপির ক্ষেত
ছোট ছোট পালং পাতা।
ক্রমশ আলো
সাত রঙের কিরণ
পুবের হাওয়া
চুলা জ্বলে উঠল ঘরে।
শিশুর কান্না
শীত শীত কাঁথা কানি
দেয়ালে হেলানো সাইকেল
দূর পাহাড়ে রোদ
পাহাড়তলীর ঘরে আমি যাই।
১১১.
যখন যেখানে পারি হাত পাতি
আমার ছোট হাত
অনেক দূর না গেলেও
সময় সমাজের কাছে ভিক্ষা মাগে
আমি একইসঙ্গে ভালো ভিখারি মন্দ ভিখারি
আঁকাড়া চালের সঙ্গে অবজ্ঞা ও অপমান
আমার ঝুলিতে
আমার হাতে ঝরাপাতার সৌন্দর্য।
------৩ কার্তিক ১৪২৮
-----২১----১০----২০২১
১১২.
বুকে দুধ নাই তো কি হবে লো
ধানে দুধ এসেছে। কচি ধানের গন্ধে
থেমেও যাবে তোর নুনুর কান্না।
আমিও আবদার করি,
ভোরের শিশির চিবানো। কে আর মেটাবে
আমার আদর। আমি শুধু
হিমেল রাতে ওই গগনে দীপ জ্বালাই।
------৪ আশ্বিন ১৪২৮
------২২----১০-----২০২১
১১৩.
বট গাছে ফল পেকেছে
কে খাবেরে কে খাবে?
বট গাছে ফল পেকেছে
ফলের স্বাদ?
হাওয়া এসে বলবে আমাকে।
ফলের স্বাদ?
পাখি এসে বলবে আমাকে।
-------৫ কার্তিক ১৪২৮
-----২৩-----১০----২০২১
-------নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন