১২০.
যে কোনো ফুল শব্দ করে
আমি ফুলের দিকে যাই।
যে কোনো ফুল কলরব করে
আমি কলরবে যাই।
আমি ঘরের দিকে যাই।
আমার ঘর আমারই স্বর
মাটিতে বসত করে।
১২১.
অনেক দিন আগে আমার একটা ঘর ছিল।
ঘরের দরজা জানলাও কথা বলে উঠতো।
ঘরের দেয়াল ঘরময় হেঁটে বেড়াতো,
আমারই সঙ্গে।
আমি একা হয়েও একা ছিলাম না।
সম্পূর্ণ ঘরটাই আমার সঙ্গে বেড়াতে যেতো,
শহরে গ্রামে। আমার স্পর্শে,আমার বন্ধুতায়
সে ছিল প্রকৃত ঘর।
সে নক্ষত্র দেখেছিল।
নক্ষত্র সকলের চোখে ধরা পড়ে না
আমার ঘরের চোখ ছিল। চোখের আলোতে ছিল
একটা ঠিকানা, নক্ষত্রের বসতি।
ওরা হেঁটে বেড়ায়। শব্দ করে। ওদেরও আছে তৃষ্ণা
মাটিতে নেমে হাত রাখবে আমার কাঁধে।
অনেক দিন আগে আমার চওড়া কাঁধ ছিল
পাহাড়কে জায়গা দিয়েছি।
----৪ আষাঢ়১৪২৮
----১৯----৬----২০২১
১২২.
গাছ থেকে জাম পড়ে পড়ে চারদিক কালো।
আষাঢ়ের অন্ধকারে কালো আরো গভীর। মন টানে।
মনে হয়, এই অন্ধকার আমার পরিধেয়।
আমি আলোর দিকে যাবো।
মাটি ভক্ষণ করে ফল। বালক বালিকারাও জাম কুড়াবে।
আমিও কুড়াবো বৈকি।
সূর্যের বোঁটা ছেঁড়ার আগেই জাম--কালো অন্ধকার
আমারই।
----৫ আষাঢ়১৪২৮
----২০--৬--২০২১
১২৩.
আকাশে ছড়ানো বীজ আমারই রচনা।
কালিকলম তো ছিল না, ছিল আমার মন।
আকাশে ছড়ানো মন আমারই রচনা।
এক একটি রচনা এক একটি বিপন্নতা
কে পাঠ করবে গোপনে? প্রকাশ্য আলোয়?
পাঠক তো পাহাড়ের মত জ্যান্ত
আমাকে দেখাবে কি আমার পরাণ?
১২৪.
জাম রঙের আকাশ পাড়লে
জাম পাড়বোনা।আজ আকাশই
নুনে মাখামাখি হয়ে আমার সঙ্গী।
আমার ছোটবেলা।
আমার ছোটবেলায় তুইতো ছিলিনা
তোকে আজ ডাকছি। তুই আমার
এই আষাঢ় বেলার গোপন ইচ্ছা গুলি।
----৬ আষাঢ়১৪২৮
-----২১---৬---২০২১
১২৫.
কথা বলবে বলো
মাটি না জল, জল না মাটি
কার সঙ্গে কথা বলবে?
কথা বলবে বলো
আলো না হাওয়া, হাওয়া না আলো
কার সঙ্গে কথা বলবে?
ধুলোবালিও কথা বলে
দুঃখ এসে দাঁড়ালেও কথা বলবে
সুখ এসে দাঁড়ালেও কথা বলবে
কার সঙ্গে কথা বলবে?
মাটির তলে মাটি কথা বলে।
জলের উপর জল কথা বলে।
কার সঙ্গে কথা বলবে?
তুমি নিজেই এক ভূখণ্ড।
-----৭ আষাঢ়১৪২৮
----২২---৬---২০২১
১২৬.
ছোট রাস্তা বড় রাস্তা মানে
বড় খিদে ছোট খিদের মতই।
কখনো আলো
কখনো আগুন দেখতে পাই।
কখনো
তারার আগুনের চেয়েও তীব্র,
সৌন্দর্যমুখী----একই পঙক্তিতে
ভোজন করি ছোট বড় সবাই
১২৭.
জল জঙ্গল জমির সমগ্রতা
মানুষের সমগ্র। মানুষের এই সম্পদের কাছে
বাতাস ছড়ায় স্বর্ণরেণু
নদী থেকে সোনা সংগ্রহ করে মানুষ
মাটি থেকে সোনা সংগ্রহ করে মানুষ
ধারাবাহিক এই জীবনের কাছে
আমিও হাতে হাত রাখি
অশেষ মানুষের স্পর্শ পাই।
-----১০আষাঢ়১৪২৮
-----২৪---৬---২০২১
১২৮.
নদীর সঙ্গে একটা মানুষ থাকলে মানিয়ে যায়।
মানুষের শ্বাস প্রশ্বাস বইবে
নদীর জলও বইবে।
সুখ দুঃখের মতো আলো অন্ধকার বইবে।
নদীর সঙ্গে একটা নৌকা থাকলে মানিয়ে যায়। কানা কড়িতে পার হয়ে যাবো
এপার থেকে ওপার।
১২৯.
আমি শুধু মানুষ দেখি
মানুষের সংখ্যা দেখিনা। আমি বাড়ি দেখলে
দেশ দেখতে চাই। দেশ বাড়ি
প্রকৃত ঠিকানা।
আমার ঠিকানা এই, দাঁড়িয়ে আছি গাছ তলায়
গাছের পাতা গুনি না।
-----১১ আষাঢ়১৪২৮
----২৫---৬---২০২১
----নির্মল হালদার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন